বুধবার, ২৫ জুন, ২০২৫, ঢাকা

৪ জেলায় বিএনপির কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৬ জুন ২০২৫, ০৭:৫৩ এএম

শেয়ার করুন:

bNp
চার জেলায় বিএনপির কমিটি। ছবি: সংগৃহীত

দেশের চার জেলায় কমিটি গঠন করেছে বিএনপি। এর মধ্যে তিন জেলায় আহ্বায়ক কমিটি এবং এক জেলায় পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। 

বৃহস্পতিবার (৫ জুন) সন্ধ্যায় আলাদা আলাদা সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।


বিজ্ঞাপন


বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, খায়রুল কবির খোকনকে সভাপতি ও মঞ্জুর এলাহীকে সাধারণ সম্পাদক নরসিংদীর ১৫১ সদস্য বিশিষ্ট বিএনপির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

মো. জাকির হোসেন বাবলুকে আহ্বায়ক ও মো. রোকনুজ্জামান সরকার রোকনকে সদস্য সচিব করে ৪৩ সদস্য বিশিষ্ট ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটি দেওয়া হয়।

আরও পড়ুন

বেফাঁস মন্তব্যে বুলু-দুদুকে সতর্ক করে বিএনপির চিঠি

সম্ভাব্য প্রার্থীদের ঈদ কাটবে তৃণমূলে, শীর্ষ নেতাদের বেশিরভাগই ঢাকায়

অ্যাডভোকেট সিরাজুল ইসলামকে আহ্বায়ক ও এবিএম মামুনুর রশিদ পলাশকে সদস্য সচিব করে ৪১ সদস্য বিশিষ্ট শেরপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটি করা হয়।


বিজ্ঞাপন


বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও মানিকগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি আফরোজা খান রিতাকে আহ্বায়ক করে মানিকগঞ্জ জেলা বিএনপির ৬১ সদস্যের পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

জেবি

 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর