প্রায় আড়াই বছর পর পূর্ণাঙ্গ কমিটি পেল বিএনপির জাপান শাখা। বুধবার (৪ জুন) ২০১ সদস্যের এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
দলের পক্ষ থেকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে কমিটির কথা জানানো হয়েছে।
বিজ্ঞাপন
এর আগে ২০২২ সালের অক্টোবরে মীর রেজাউল করিম রেজাকে সভাপতি ও এমদাদুল ইসলাম মনিকে সাধারণ সম্পাদক, মো. শহীদুল ইসলাম নান্নুকে প্রধান পৃষ্ঠপোষক ও ফয়সাল সালাউদ্দিনকে সাংগঠনিক সম্পাদক করে ৯ সদস্যের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছিল।
২০১ সদস্যের কমিটিতে মো. মোফাজ্জল হোসেনসহ উপদেষ্টা পরিষদে রাখা হয়েছে নয়জনকে।
আগের আংশিক কমিটিতে জায়গা পাওয়া সিনিয়র সহ-সভাপতি মো. আলমগীর হোসেন মিঠুর সঙ্গে, সহ-সভাপতির পদ পেয়েছেন ডক্টর জাকির হোসেন মাসুমসহ ১৭ জন।
এছাড়া কমিটিতে সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পদে শেখ নজরুল ইসলাম রনির সঙ্গে নতুন আরও ২৭ জনকে যুগ্ম সাধারণ সম্পাদক পদে রাখা হয়েছে।
বিজ্ঞাপন
সহ-সাংগঠনিক পদে সাইফুল্লাহ জায়েদ আশিকসহ রয়েছেন সাতজন। কমিটিতে ৮০ জনকে রাখা হয়েছে সম্পাদকীয় পদে। পূর্ণাঙ্গ কমিটিতে সদস্য হিসেবে কাজী এনামুল হকসহ সদস্য রয়েছেন মোট ৫৩ জন।
নতুন এই কমিটি গঠনের জন্য তিন বছর আগে দায়িত্ব দেয়া হয়েছিলো বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহ-সম্পাদক ড. শাকিরুল ইসলাম খান শাকিলকে।
পুরনো কমিটি বিলুপ্ত করে ২০২২ এর এপ্রিলে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছিলো। তারপর বিভিন্ন পর্যায়ের নেতাকমীদের সঙ্গে আলোচনার মাধ্যমে ছয়মাসের মাথায় ছয় সদস্যের আংশিক কমিটির অনুমোদন দেন বিএনপি মহসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একইসঙ্গে এই কমিটিকে পূর্ণাঙ্গ কমিটি করার দায়িত্ব দেওয়া হয়।
পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেওয়ায় দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন সভাপতি মীর রেজাউল করিম ও সাধারণ সম্পাদক এমদাদুল ইসলাম মনি।
বিইউ/জেবি