চলতি মাসেই জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নির্বাচন কমিশনে (ইসি) নিবন্ধনের জন্য আবেদন করবে বলে জানিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। বুধবার (৪ জুন) রাজধানীর রূপায়ণ টাওয়ারে দলটির অস্থায়ী কার্যালয়ে আর্থিক নীতিমালা ঘোষণা ও ক্রাউড ফান্ডিং বিষয়ক সংবাদ সম্মেলনে তিনি এই তথ্য জানান।
নাহিদ ইসলাম বলেন, প্রতিটি রাজনৈতিক দলের আর্থিক স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। আর্থিক বিবরণী রাজনৈতিক দলগুলো যথাযথভাবে প্রকাশ করে না। বিশেষ করে চাঁদাবাজি ও টেন্ডারবাজির মতো তথ্য উঠে আসে না।
বিজ্ঞাপন
নিজেদের আর্থিক অবস্থা নির্বাচন কমিশনকে জানাবেন উল্লেখ করে তিনি বলেন, এই মাসে নির্বাচন কমিশনে আমরা নিবন্ধনের জন্য যাব। তখন আমরা দলের সব হিসাব জমা দেব। কারণ আমাদের মূল উদ্দেশ্য জনগণের সমর্থন নিয়ে এগিয়ে যাওয়া।
এনসিপি’র নাম নিয়ে চাঁদাবাজির চেষ্টা করা হলে প্রতিহতের আহ্বান জানিয়ে নাহিদ বলেন, আমাদের নাম ব্যবহার করে অনেক জায়গায় টাকা চাওয়া হয়েছে। কেউ ব্যক্তিগতভাবে কোনো এনসিপি’র নেতাকর্মী বা কাউকে টাকা দেবেন না। কোনো ব্যক্তিগত অ্যাকাউন্টে টাকা দেবেন না।
সদস্য সচিব আখতার হোসেন বলেন, এনসিপি ক্রাউড ফান্ডিং মডেল গ্রহণ করেছে। donate.ncpbd.org ওয়েবসাইটটির মাধ্যমে ব্যাংকিং এবং মোবাইল ব্যাংকিংয়ের মধ্য দিয়ে জাতীয় নাগরিক পার্টির সদস্য এবং সমর্থকরা আর্থিক অনুদান দিতে পারবেন।
এফএ