রাষ্ট্রের গুরুত্বপূর্ণ খাতগুলোর সংস্কারে বিষয়ে কাজ করছে জাতীয় ঐক্যমত্য কমিশন। কমিশনের পক্ষ থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক মতবিনিময় করা হচ্ছে। প্রথম দফার বৈঠক শেষে দ্বিতীয় দফায় সোমবার (০২ জুন) থেকে শুরু হচ্ছে আবারও রাজনৈতিক দলের সঙ্গে বসতে যাচ্ছে কমিশন। প্রধান উপদেষ্টার ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে এই বৈঠকে বিএনপির তিন নেতা অংশ নেবেন।
বিকেল ৪টায় বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমি মিলনায়তনে হবে এই বৈঠক। বিএনপির পক্ষে স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমদ প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন।
বিজ্ঞাপন
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানিয়েছেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদের নেতৃত্বে ৩ সদস্য বৈঠকে অংশ নেবেন। অন্যরা হলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিল সদস্য ইসমাইল জবিউল্লাহ ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি সাবেক সাধারণ সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।
বিইউ/এএস