জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান সম্প্রতি গোপনে কাতারের দোহা সফর করেছেন বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে তথ্য ছড়িয়েছে, তা সরাসরি নাকচ করে দিয়েছে দলটি। সাম্প্রতিক সময়ে তিনি দোহা কিংবা অন্য কোনো দেশ সফর করেননি বলে দাবি তাদের।
রোববার (১ জুন) জামায়াতের কেন্দ্রীয় প্রচার বিভাগ থেকে এক বিবৃতিতে এমনটা দাবি হয়েছে।
বিজ্ঞাপন
বিবৃতিতে বলা হয়েছে, জামায়াতের আমির ডা. শফিকুর রহমানকে বিতর্কিত করার হীন উদ্দেশে মিথ্যা তথ্য ছড়ানোর নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম বিবৃতি দিয়েছেন।
বিবৃতিতে তিনি বলেন, ‘বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান অতি সম্প্রতি গোপনে কাতারের রাজধানী দোহা সফর করেছেন বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে মিথ্যা তথ্য ছড়িয়ে পড়েছে, তা সত্য নয়। আমাদের বক্তব্য হলো, আমিরে জামায়াত ডা. শফিকুর রহমান অতি সম্প্রতি কাতারের রাজধানী দোহা কিংবা অন্য কোনো দেশ সফর করেননি। তিনি দেশেই ছিলেন। দেশবাসীর জ্ঞাতার্থে ২৮ মে থেকে ৩১ মে পর্যন্ত আমিরে জামায়াত ডা. শফিকুর রহমানের অনুষ্ঠিত প্রোগ্রাম সিডিউল নিম্নে দেওয়া হলো।
এতে বলা হয়- ২৮ মে (বুধবার) সকালে আমিরে জামায়াত ডা. শফিকুর রহমান সংগঠনের সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামকে শাহবাগ মোড়ে সংবর্ধনা দিয়েছেন এবং বেলা সাড়ে ১১টার দিকে মগবাজার আল-ফালাহ মিলনায়তনে তার সঙ্গে মতবিনিময় করেছেন। তিনি একই দিন বিকালে মগবাজার কাজী অফিস লেনে সাবেক আমিরে জামায়াত অধ্যাপক গোলাম আযমের কবর এবং আজিমপুর কবরস্থানে যথাক্রমে ব্যারিস্টার আবদুর রাজ্জাক ও এটিএম আজহারুল ইসলামের স্ত্রীর কবর জিয়ারত করেন।
ডা. শফিকুর রহমান ২৯ মে (বৃহস্পতিবার) সারাদিন নিজ বাসা বসুন্ধরায় এবং একই দিন রাতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে অবস্থান করেছেন। ৩০ মে (শুক্রবার) ভোর থেকে সকাল ৯টা পর্যন্ত সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত ইসলামী ছাত্রশিবিরের প্রশিক্ষণ কর্মশালা পরিচালনা করেছেন। এদিন বাদ মাগরিব কেন্দ্রীয় কার্যালয়ে আমিরে জামায়াতের সভাপতিত্বে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বিজ্ঞাপন
২৯ ও ৩০ মে কেন্দ্রীয় কার্যালয়ে আমিরে জামায়াতের প্রবেশ ও বৈঠকের সিসিটিভি ফুটেজ আমাদের অফিসে সংরক্ষিত রয়েছে; যে কেউ চাইলে তা যাচাই করে দেখতে পারেন।
এতে আরও বলা হয়েছে, ৩০ ও ৩১ মে জুমাবার ও শনিবার জামায়াতে ইসলামীর রংপুর-দিনাজপুর অঞ্চলের উদ্যোগে জেলা ও মহানগরী কর্মপরিষদ সদস্যদের দুই দিনব্যাপী অনুষ্ঠিত শিক্ষাশিবিরের সমাপনী দিনে আমিরে জামায়াত প্রধান অতিথির বক্তব্য দেন, যার ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং শিক্ষাশিবিরে দেওয়া বক্তব্য দৈনিক পত্রিকায় এসেছে।
৩১ মে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সকাল ৭টায় সৈয়দপুর বিমানবন্দরের উদ্দেশে যাত্রা করেন এবং একই দিন সন্ধ্যা ৭টায় সৈয়দপুর বিমানবন্দর থেকে ঢাকায় অবতরণ করেন।
বিবৃতিতে আরও বলা হয়েছে, ছড়ানো মিথ্যা তথ্যানুযায়ী জামায়াত আমির যদি দেশের বাইরে গিয়ে থাকেন, তবে তার সকল তথ্য বিমানবন্দরের ইমিগ্রেশন বিভাগে থাকার কথা। কেউ চাইলে সেটিও যাচাই করে দেখতে পারেন।
আরও বলা হয়েছে, আমরা মনে করি, আমিরে জামায়াতকে জনগণের কাছে হেয় প্রতিপন্ন ও বিতর্কিত করার হীন উদ্দেশেই তার বিরুদ্ধে এই মিথ্যা তথ্য ও প্রোপাগাণ্ডা ছড়ানো হয়েছে।’
‘ডা. শফিকুর রহমানকে বিতর্কিত ও হেয় প্রতিপন্ন করার লক্ষ্যে তার বিরুদ্ধে মিথ্যা তথ্য ও প্রোপাগাণ্ডা ছড়ানো থেকে বিরত থাকার জন্য আমরা বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে সংশ্লিষ্ট সকলের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি।’
বিইউ/এএইচ