শনিবার, ১৪ জুন, ২০২৫, ঢাকা

নিবন্ধন পেতে ‘কলম’ প্রতীকে ইসিতে আবেদন জাগ্রত পার্টির

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০১ জুন ২০২৫, ০৩:১৪ পিএম

শেয়ার করুন:

EC
নির্বাচন কমিশন। ফাইল ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও রাষ্ট্র সংস্কারকে সামনে রেখে নতুন রাজনৈতিক দলগুলোর নিবন্ধনের জন্য নির্বাচন কমিশন ঘোষিত আহ্বানে সাড়া দিয়ে ‘কলম’ প্রতীকে ইসিতে আবেদনপত্র জমা দিয়েছে বাংলাদেশ জাগ্রত পার্টি।

রোববার (১ জুন) আবেদনপত্র জমা দেন দলটির চেয়ারম্যান ইঞ্জিনিয়ার ইকরামুল হক খান। নির্বাচন কমিশন সচিব বরাবর আবেদনটি জমা দেওয়া হয়েছে।


বিজ্ঞাপন


এসময় আরও উপস্থিত ছিলেন দলটির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রানী আক্তার, আনজুমান আরা শিল্পী, দলীয় মুখপাত্র ও দফতর সম্পাদক কাজী শামসুল ইসলাম, কেন্দ্রীয় সদস্য মোজাককের বারী, জাবেদ ইকবাল ও সাইফুল ইসলামসহ অনেকে।

বিগত সরকারের পতন ও জুলাই বিপ্লবের পটভূমিতে গত বছরের ২৮ নভেম্বর রাষ্ট্র পুনর্গঠনে ‘পরিচ্ছন্ন ও তারুণ্যের বাংলাদেশ’ প্রতিষ্ঠায় নতুন পথের মুখপাত্র হিসেবে ‘বাংলাদেশ জাগ্রত পার্টি’র আবির্ভাব হয়। স্বল্প সময়ের মধ্যে দলটি দেশব্যাপী কর্মকাণ্ড পরিচালনা করতে সমর্থ হয়েছে।

কমিশন নির্ধারিত জেলা, উপজেলা ও পৌর-মহানগরের নূন্যতম কমিটি সমাপ্ত করে নতুন রাজনৈতিক বন্দোবস্ত হিসেবে বাংলাদেশ জাগ্রত পার্টি আগে রাষ্ট্র সংস্কার ও বিচার এবং এর পরই নির্বাচন অনুষ্ঠানের পক্ষের শক্তি হিসেবে দলীয় নিবন্ধনের প্রত্যাশায় ‘কলম’প্রতীকে আবেদনপত্র জমা দেয়।

এমএইচএইচ/এএইচ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর