বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর ও সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের বলেছেন, ‘নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করা হলে দেশে বিদ্যমান আস্থার সংকট অনেকটাই দূর হবে। নির্বাচন যদি ডিসেম্বর, ফেব্রুয়ারি বা এপ্রিল—যেকোনো সময়েই হয়, তাতে জামায়াতের আপত্তি নেই। তবে এর আগে মৌলিক সংস্কার শেষ হওয়া জরুরি। রোডম্যাপ ঘোষণা না করলে রাজনৈতিক অনিশ্চয়তা বাড়তে পারে।’
শনিবার (৩১ মে) সকালে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার কালিকাপুর ইউনিয়নের নোয়াবাজারস্থ খাদিজা ইন মিলনায়তনে উপজেলা জামায়াত আয়োজিত নির্বাচনী দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিজ্ঞাপন
ডা. তাহের বলেন, ‘এই জাতি ১৯৪৭ সালে স্বাধীনতা অর্জন করেছে, ১৯৫২ সালে মাতৃভাষার অধিকার প্রতিষ্ঠা করেছে এবং ১৯৭১ সালে রক্ত-জীবন দিয়ে আবারও স্বাধীনতা এনেছে। ২০২৪ সালে জনগণের অভ্যুত্থানের মধ্য দিয়ে আবারও স্বৈরাচার-ফ্যাসিবাদকে বিতাড়িত করেছে। এ জাতি ঐক্যবদ্ধভাবে দেশি-বিদেশি সব ষড়যন্ত্র প্রতিহত করে একটি নতুন বাংলাদেশ গড়ে তুলবে।’
রাজনীতিবিদদের উদ্দেশে তিনি বলেন, ‘জনগণের স্বার্থ যেন ব্যক্তি ও দলের স্বার্থের ঊর্ধ্বে থাকে। আমাদের রাজনৈতিক আচরণ যেন শহীদদের আত্মত্যাগকে বৃথা না করে। জনগণ বহুবার প্রতারিত হয়েছে; তাই এখন সময় এসেছে নেতৃত্বের মধ্যে চেতনার পরিবর্তন আনার।’
তিনি আরও বলেন, ‘বাংলাদেশ একটি সম্ভাবনাময় দেশ। অতীতের মতো ভবিষ্যতেও কোনো জবরদস্তিমূলকভাবে ক্ষমতা দখলের প্রচেষ্টা সফল হবে না। গণতান্ত্রিক ও স্বচ্ছ প্রক্রিয়ায় ক্ষমতা হস্তান্তরই দেশের জন্য কল্যাণকর। সংক্ষিপ্তপথে ক্ষমতায় যাওয়া নেতৃত্ব কখনও দীর্ঘস্থায়ী হয়নি, ভবিষ্যতেও হবে না।’
তিনি প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘আপনার ওপর এখনো কিছুটা আস্থার সংকট রয়েছে। নির্বাচনী ও সংস্কার সংক্রান্ত একটি রোডম্যাপ ঘোষণাই সেই সংকট দূর করতে পারে।’
বিজ্ঞাপন
চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের আমির মো. মাহফুজুর রহমানের সভাপতিত্বে এবং সেক্রেটারি মো. বেলাল হোসাইনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জামায়াতের কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও কুমিল্লা দক্ষিণ জেলা আমির অ্যাডভোকেট মো. শাহজাহান, সাবেক উপজেলা আমির মো. সাহাব উদ্দিন, ডা. ফজলুর রহমান মজুমদার, পৌর আমির মাওলানা মুহাম্মদ ইব্রাহিম, সহকারী সেক্রেটারি আব্দুর রহিমসহ স্থানীয় নেতৃবৃন্দ।
সভায় উপজেলার শ্রীপুর, শুভপুর, কালিকাপুর ও উজিরপুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড, কেন্দ্র ও গ্রাম কমিটির গুরুত্বপূর্ণ দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন।
প্রতিনিধি/একেবি