সোমবার, ২৩ জুন, ২০২৫, ঢাকা

আমরা মানুষ চিনতে ভুল করেছি: নির্বাচন নিয়ে গয়েশ্বর

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩১ মে ২০২৫, ০৭:৩১ পিএম

শেয়ার করুন:

G

নির্বাচন নিয়ে জাপানে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের দেওয়া বক্তব্যের বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন,  ‘আমরা মানুষ চিনতে ভুল করেছি। তাই হারানো গণতন্ত্রকে ফিরিয়ে আনতেই হবে।’ 

তিনি বলেন, ‘ছাত্র-জনতার বিজয় হয়েছিল গণতন্ত্র ও সুষ্ঠু নির্বাচনের জন্য। সেই বিজয়ের সুফল কিছু মানুষ ভোগ করতে চাইলে ইতিহাসের আস্তাকুঁড়ে যাবে।’


বিজ্ঞাপন


শনিবার (৩১ মে) বাংলাদেশ শিল্পকলা একাডেমির চিত্রশালায় জিয়াউর রহমানের ৪৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) আলোকচিত্র ও হস্তশিল্প প্রদর্শনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

প্রদর্শনীতে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের কাছে জিয়াউর রহমানের হাতে লেখা চিঠি ও তার শাসনামলের বিভিন্ন চিত্রকর্ম প্রদর্শিত হয়।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য বলেন, ‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মানেই দেশপ্রেমিক ও গণতন্ত্র। জিয়ার আদর্শকে বুঝতে পারলে আমাদের মধ্যে আর ভয় থাকবে না।’

গয়েশ্বর চন্দ্র বলেন, ‘সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতা, গণতন্ত্র ও সার্বভৌমত্বের স্বার্থে গণমানুষের পাশে ছিলেন। তিনি প্রচারমুখী ছিলেন না, প্রচারই তার পিছু নিত। স্বাধীনতা ও গণতন্ত্রের জন্য কী করতে হবে, কেন করতে হবে, তা নিয়েই তিনি কাজ করতেন।’


বিজ্ঞাপন


অনুষ্ঠানে দেশের সত্যিকার সাংস্কৃতিক চর্চাকে এগিয়ে নিতে জাসাসকে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান বিএনপির এই জ্যেষ্ঠ নেতা।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংস্কৃতিক সম্পাদক চিত্রনায়ক আশরাফ উদ্দিন আহমেদ উজ্জ্বল ও জাসাসের সাবেক সভাপতি রেজাবুদ্দৌল্লাহ চৌধুরী। 

উদ্বোধনী অনুষ্ঠান সঞ্চালনা করেন জাসাসের সদস্যসচিব জাকির হোসেন রোকন। আরও উপস্থিত ছিলেন আহ্বায়ক কমিটির সদস্যসহ ঢাকা মহানগর উত্তর- দক্ষিণসহ গাজীপুর, নারায়ণগঞ্জ ও টাঙ্গাইলের জাসাস নেতাকর্মীরা।

এএইচ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর