বুধবার, ২৫ জুন, ২০২৫, ঢাকা

জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে সারাদিন যা করল ঢাকা দক্ষিণের বিএনপি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩০ মে ২০২৫, ১০:২২ পিএম

শেয়ার করুন:

Z
সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান। ফাইল ছবি

বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে সাবেক প্রেসিডেন্ট ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান বীর উত্তমের ৪৪তম মৃত্যুবার্ষিকী পালন করেছে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি। নগরীর বিভিন্নস্থানে এসব কর্মসূচি পালিত হয়।

শুক্রবার (৩০ মে) দিবসটি উপলক্ষে দিনব্যাপী মহানগরের থানা ও ওয়ার্ডের উদ্যোগে দোয়া মাহফিল এবং দুঃস্থদের মাঝে খাদ্য সামগ্রী ও বস্ত্র বিতরণ করা হয়। এসব কর্মসূচি আগামী তিন দিনব্যাপী অব্যাহত থাকবে। 


বিজ্ঞাপন


পল্টন থানা বিএনপি ও স্বেচ্ছাসেবক দল দক্ষিণের উদ্যোগে জুমার নামাজের পরে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কর্মসূচি পালণ করেন। এছাড়া মির্জা আব্বাস সেগুনবাগিচা হাই স্কুল মাঠে শাহবাগ থানা বিএনপি, শান্তিনগর মোড়ে এবং মৌচাকে দেশ টিভির সামনে রমনা থানা বিএনপি, জোড়পুকুর খেলার মাঠ খিলগাঁও থানা বিএনপি আয়োজিত কর্মসূচিতে অংশগ্রহণ করেন। 

এসময় তার সঙ্গে ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্যসচিব তানভীর আহমেদ রবিন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম জিলানী, সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান, সহসভাপতি জাহিদুল কবির জাহিদ, মহানগর নেতা সিকান্দার কাদির, ইউনূস মৃধা, জহির উদ্দিন তুহিন, সাদ মোর্শেদ পাপ্পা সিকদার ও শরীফ হোসেনসহ নেতৃবৃন্দ।

এদিন বেলা ১১টায় বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম লালবাগের হৃদয় পার্টি সেন্টার, আজিমপুর ছাপড়া মসজিদ ও আজিমপুর বটতলায় স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে দোয়া মাহফিল, দুঃস্থদের মাঝে খাবার বিতরণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

বিকেল ৩টায় সবুজবাগ থানাধীন বাসাবো খেলার মাঠের দক্ষিণ গেইটে ও কদমতলা সংসদ সংলগ্ন বাসাবো বালুর মাঠে বিএনপি আয়োজিত কর্মসূচিতে অংশগ্রহণ করে দোয়া মাহফিল ও দুঃস্থদের মাঝে খাবার বিতরণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান। সেখানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন বিএনপির মহিলা বিষয়ক সম্পাদক ও মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাসসহ স্থানীয় নেতৃবৃন্দ।


বিজ্ঞাপন


বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন বেলা সাড়ে ১১টায় ধানমন্ডির কেএফসির সামনের সড়কে, আবাহনী মাঠের সামনে ধানমন্ডি থানা বিএনপি, বাবে রহমতের (আরামবাগ) সামনে মতিঝিল থানা বিএনপি আয়োজিত কর্মসূচিতে অংশগ্রহণ করে দুঃস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন। এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসিম উদ্দিন অসীম, বিএনপি নেতা শেখ রবিউল আলম রবিসহ মহানগর ও স্থানীয় নেতৃবৃন্দ।

চকবাজার থানা বিএনপির এবং সকল অঙ্গ সংগঠনের উদ্যোগে পোস্তার মোড়ে আয়োজিত দোয়া মাহফিল ও খাদ্য সামগ্রী বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। 

সাবেক কাউন্সিলর শহিদুল ইসলাম বাবুলের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক আ.ন.ম. সাইফুল ইসলাম, বিএনপি নেতা আনোয়ার পারভেজ বাদল, সাইদ হাসান মিন্টু, শামসুন্নাহার ভুইয়া, আনোয়ারুল হক রবিসহ মহানগর ও স্থানীয় নেতৃবৃন্দ।

বিকেলে সূত্রাপুর কমিউনিটি সেন্টারে থানা বিএনপির আয়োজনে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এরপর গরীব ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়। এসময় বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, বিএনপি নেতা ইশরাক হোসেন, মহানগর নেতা এমএ সাহেদ মন্টু ও আজিজুল ইসলাম উপস্থিত ছিলেন।

এএইচ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর