গাজীপুর জেলা আইনজীবী সমিতির ২০২৫-২৬ সালের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে গতকাল বৃহস্পতিবার (২৯ মে)। এই নির্বাচনে সভাপতি-সাধারণ সম্পাদকসহ পাঁচটি পদে বিজয়ী হয়েছেন জামায়াতে ইসলামীর প্রার্থীরা। মোট ১৬ পদের বাকিগুলোতে বিজয়ী হয়েছেন বিএনপি সমর্থিতরা।
শুক্রবার (৩০ মে) ফলাফলের বিষয়টি নিশ্চিত করেছেন বারের প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মো. সুলতান উদ্দিন।
বিজ্ঞাপন
জামায়াত সমর্থিত সবুজ প্যানেল থেকে সভাপতি পদে শামসুল হক ভূঁইয়া, সাধারণ সম্পাদক পদে মোস্তাফিজুর রহমান কামাল, সহসাধারণ সম্পাদক পদে মুহাম্মদ ফখরুদ্দীন আকবরী ফখরু এবং সদস্য পদে আব্দুর রহিম ও মাহদী হাসান নির্বাচিত হয়েছেন।
অন্যদিকে, বিএনপি সমর্থিতরা সহসভাপতি ও কোষাধ্যক্ষসহ ১১টি পদে জয়লাভ করেছে। তাদের মধ্যে সহসভাপতি পদে আব্দুল হামিদ, কোষাধ্যক্ষ আবুল কালাম আজাদ, লাইব্রেরি সম্পাদক কামরুল হাসান রাসেল, অডিটর রবিউল আলম, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক সালাহ উদ্দিন খান অপু, মহিলা সম্পাদিকা আজিজা আক্তার, সদস্য আসিফ রায়হান কাউসার, আশিকুর রহমান, কামরুল হাসান, ফাতেমা খান এবং শ্যামল সরকার নির্বাচিত হয়েছেন।
গতকাল বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিরতিহীন ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে এক হাজার ৮৯০ জন ভোটারের মধ্যে এক হাজার ৪২৫ জন ভোট দিয়েছেন।
বিজ্ঞাপন
জেবি