বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫, ঢাকা

সুষ্ঠু নির্বাচন আয়োজনের সক্ষমতা নেই অন্তর্বর্তী সরকারের: জিএম কাদের

জেলা প্রতিনিধি, রংপুর
প্রকাশিত: ২৯ মে ২০২৫, ০৮:৪৭ পিএম

শেয়ার করুন:

সুষ্ঠু নির্বাচন আয়োজনের সক্ষমতা নেই অন্তর্বর্তী সরকারের: জিএম কাদের

জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, অন্তর্বর্তী সরকারের সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের সক্ষমতা নেই। তাদের নির্বাচনের কোনো ইচ্ছা রয়েছে বলেও তিনি বিশ্বাস করেন না। বরং দেশ ধীরে ধীরে সংঘাতময় পরিস্থিতির দিকে অগ্রসর হচ্ছে।

বৃহস্পতিবার (২৯ মে) বিকেলে তিন দিনের সফরে রংপুর এসে দি স্কাইভিউতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।


বিজ্ঞাপন


জিএম কাদের বলেন, ‘এই সরকার দেশকে বিভক্ত করে ফেলেছে। ফ্যাসিবাদের ট্যাগ লাগিয়ে কালাকানুন তৈরি করে দেশের একটি বৃহৎ অংশকে রাজনৈতিক অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে।” অন্তর্বর্তী সরকারের শাসনব্যবস্থাকে বর্ণবাদী উল্লেখ করে তিনি দাবি করেন, “মানুষ এখন নির্যাতিত। দেশ এক মহাদুর্যোগের মুখোমুখি, যা সামলানোর সক্ষমতা এই ইউনূস সরকারের নেই।’

তিনি আরও বলেন, ‘প্রধান উপদেষ্টা জাতীয় পার্টিকে রাজনৈতিক দল হিসেবে স্বীকৃতি দিতে চাচ্ছেন না। আমাদের রাজনৈতিক অধিকার হরণ করে প্রতিটি কার্যক্রমে বাধা সৃষ্টি করা হচ্ছে। অথচ জাতীয় পার্টি অতীতের সব আন্দোলনে সর্বাত্মক সমর্থন ও সহযোগিতা করেছে। আমরা একটি নিবন্ধিত রাজনৈতিক দল; দেশের প্রতিটি অঞ্চলে আমাদের ভোট রয়েছে, সবসময় সংসদে সক্রিয় ভূমিকা পালন করে আসছি।’

নির্বাচন নিয়ে জাতীয় পার্টির অবস্থান তুলে ধরে জিএম কাদের জানান, ‘নির্বাচন ও আন্দোলন—দুই দিকেই প্রস্তুতি নিচ্ছে জাতীয় পার্টি। পরিস্থিতি বুঝে দ্রুতই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

তিনি অভিযোগ করে বলেন, ‘গণমাধ্যমেও আমাদের কাভারেজ দেওয়া হয় না। যারা দিতে চায়, তাদের নানা উপায়ে বাধাগ্রস্ত করা হচ্ছে। এ থেকেই বোঝা যায়, এই সরকার দমনমূলক আইন চালু করছে এবং নানা ধরনের নিপীড়নমূলক কার্যক্রম পরিচালনা করছে। এর উদ্দেশ্য, বিরোধী পক্ষকে বৈষম্যের শিকার করা ও বর্ণবাদের পথে ঠেলে দেওয়া—আর আমরাই সেই শিকারের অন্যতম ভুক্তভোগী।’


বিজ্ঞাপন


এ সময় জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এস এম ইয়াসির, ভাইস চেয়ারম্যান আজমল হোসেন লেবুসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রতিনিধি/একেবি

 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর