রাজধানীর নয়াপল্টনে বিএনপির ‘তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ’ শুরু হওয়ার কিছুক্ষণ পরে ঝুম বৃষ্টি শুরু হয়েছে। বুধবার (২৮ মে) বিকাল ৪টার দিকে রাজধানীর পল্টনসহ বিভিন্ন এলাকায় শুরু হয় বৃষ্টি। এতে ভোগান্তিতে পড়েন বিএনপির সমাবেশে আসা নেতাকর্মীরা। বৃষ্টি শুরু হলে অনেক নেতাকর্মী বৃষ্টি থেকে বাঁচতে এদিক সেদিক ছুটাছুটি করেন। অনেকেই পল্টনের সড়ক সংলগ্ন বিভিন্ন দোকান, শপিংমল ও অফিসের বারান্দায় আশ্রয় নেন। তবে অনেক নেতাকর্মী বৃষ্টির মধ্যেই সমাবেশস্থলে দাঁড়িয়ে থাকেন।
বৃষ্টি শুরু হওয়ার পর মঞ্চ থেকে স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজিব আহসান বলেন, যত বৃষ্টি হোক কেউ জায়গা ছাড়বেন না। পরে বক্তব্য দিতে উঠে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী নেতাকর্মীদের উদ্দেশে বলেন, কেউ জায়গা ছাড়বেন না। ঝড়-বৃষ্টি যতই হোক কেউ জায়গা ছাড়বেন না।আমাদের মঞ্চেও যারা আছি তারাও ভিজে যাব।
বিজ্ঞাপন
এর আগে, দুপুর দুইটায় জাতীয় সংগীত ও দলীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে ‘তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ’ শুরু হয়। সমাবেশ উপলক্ষে রাজধানীর নয়াপল্টনসহ আশপাশের এলাকায় ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের বিপুলসংখ্যক নেতাকর্মী মিছিল নিয়ে জড়ো হয়েছেন।
নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের বিপরীতে সমাবেশ মঞ্চ তৈরি করা হয়েছে। মঞ্চের সামনের সড়কে কোনো যানবাহন চলছে না। আশপাশের বিভিন্ন সড়কে দেখা দিয়েছে যানজট।
তবে সকাল থেকেই রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে খণ্ড খণ্ড মিছিল নিয়ে আসছেন যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে নয়াপল্টন এলাকা রূপ নিয়েছে জনসমুদ্রে। অনেকের হাতে দলীয় পতাকা, ব্যানার, ফেস্টুন। কেউ কেউ নেচে-গেয়ে স্লোগানে স্লোগানে সমাবেশ প্রাঙ্গণকে মুখরিত করে তুলেছেন।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিশেষ অতিথির বক্তব্য দেবেন দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ড. আবদুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী ও সালাহউদ্দিন আহমেদ।
বিজ্ঞাপন
যুবদল সভাপতি আবদুল মোনায়েম মুন্নার সভাপতিত্বে এতে আরও বক্তব্য দেবেন স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী, যুবদলের সাধারণ সম্পাদক মোহম্মদ নুরুল ইসলাম নয়ন ও ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।
সমাবেশ যৌথভাবে সঞ্চালনা করছেন, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজিব আহসান ও ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির।
টিএই/বিইউ/এমএইচটি