বুধবার, ১৮ জুন, ২০২৫, ঢাকা

তারুণ্যের সমাবেশে ছাত্রদলের ফ্রি মেডিকেল ক্যাম্প

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৮ মে ২০২৫, ০৩:১৮ পিএম

শেয়ার করুন:

C
সমাবেশে ছাত্রদলের ফ্রি মেডিকেল ক্যাম্প। ছবি- ঢাকা মেইল

তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশে ফ্রি চিকিৎসার আয়োজন করেছে বিভিন্ন বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজ শাখা ছাত্রদলের নেতাকর্মীরা।  

বুধবার (২৮ মে) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে তারুণ্যের সমাবেশ মঞ্চের বিপরীত পাশে এই ফ্রি চিকিৎসা সেবার আয়োজন করা হয়েছে। 


বিজ্ঞাপন


ছাত্রদলের নেতাকর্মীরা জানান, আজকের সমাবেশে হাজার হাজার মানুষের সমাগম হয়েছে। অতিরিক্ত গরমের কারণে মানুষ অসুস্থ হয়ে যেতে পারে। সেজন্য আমরা মানুষকে সেবা দেওয়ার জন্য এই ক্যাম্প করেছি। 

তারা আরও বলেন, আমাদের নেতা তারেক রহমান এবং ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকের নির্দেশে এই ফ্রি চিকিৎসা সেবার আয়োজন করেছি।

এদিকে দুপুর ২টায় সমাবেশ শুরুর কথা থাকলেও সকাল থেকেই ঢাকা, সিলেট, ফরিদপুর ও ময়মনসিংহ বিভাগের বিভিন্ন জেলা থেকে মিছিলসহ নেতাকর্মীরা যোগ দিতে শুরু করেন। 

আজকের সমাবেশে প্রধান অতিথি হিসেবে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।


বিজ্ঞাপন


এএসএল/এএইচ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর