শনিবার, ১৪ জুন, ২০২৫, ঢাকা

নয়াপল্টনে ঢাক-ঢোল, ঘোড়ার গাড়িতে ঐতিহ্য বহন করলেন ছাত্রদল নেতাকর্মীরা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৮ মে ২০২৫, ০২:১৪ পিএম

শেয়ার করুন:

নয়াপল্টনে ঢাক-ঢোল, ঘোড়ার গাড়িতে ঐতিহ্য বহন করলেন ছাত্রদল নেতাকর্মীরা

তখন ছিল নবাবি শাসন। ঢাকায় বসবাসকারী আর্মেনীয়রা ১৮৫৬ সালের দিকে প্রথম ঘোড়ার গাড়ির প্রচলন করলেন। সেই যে প্রচলন শুরু হলো, তা আজও দেখা মেলে পুরান ঢাকায়। সেই ঐতিহ্য নিয়ে নয়াপল্টনে বিএনপির তারুণ্যের সমাবেশে যোগ দিলেন একদল নেতাকর্মী।

বুধবার (২৮ মে) দুপুর একটায় নয়াপল্টন রোডে তাদের দেখা মেলে। 


বিজ্ঞাপন


সরেজমিনে দেখা যায়, ঢাক-ঢোল বাজছে, ঢাকার রাজপথে খুব ধীর গতিতে চলছে ঐতিহ্যবাহী ঘোড়ার গাড়িটি। পেছনে একদল তরুণ স্লোগান দিচ্ছেন। এই ব্যতিক্রমভাবে তারুণ্যের সমাবেশে যোগ দিতে এসেছেন গেন্ডারিয়া থানা ছাত্রদলের নেতাকর্মীরা।

মিছিলের তরুণরা জানান, নিজেরা রাজনৈতিক সচেতনতা বোঝার জন্য সমাবেশ এসেছেন। দেশে সুষ্ঠু রাজনীতি ও গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য তারা সর্বদা প্রস্তুত বলেও জানান। 

গেন্ডারিয়া থানার ৪৫ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সদস্য সচিব নূর আলম রবিন বলেন, ‘দেশের গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য বিএনপি দীর্ঘ ১৭ বছর ধরে নানা আন্দোলন সংগ্রাম করেছে। জুলাই আন্দোলনের মাধ্যে দিয়ে দেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে। দ্রুত একটা জাতীয় নির্বাচনের মাধ্যমে দেশে গণতন্ত্র আবার প্রতিষ্ঠিত হবে৷’

শুধু গেন্ডারিয়া থানা নয়, ‘তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা’ এই স্লোগানকে সামনে রেখে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে খণ্ড খণ্ড মিছিল নিয়ে আসছেন যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা।  


বিজ্ঞাপন


বেলা বাড়ার সঙ্গে সঙ্গে নয়াপল্টন এলাকা রূপ নিয়েছে জনসমুদ্রে। অনেকের হাতে দলীয় পতাকা, ব্যানার, ফেস্টুন। কেউ কেউ নেচে-গেয়ে স্লোগানে স্লোগানে সমাবেশ প্রাঙ্গণ মুখরিত করে তুলেছেন।

আরও পড়ুন-

এদিকে, নয়াপল্টন এবং এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন সংস্থার সদস্যদের সতর্ক অবস্থানে থাকতে দেখা গেছে।

এএসএল/ইএ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর