সোমবার, ২৩ জুন, ২০২৫, ঢাকা

নয়াপল্টনে বিএনপির ৩ অঙ্গ সংগঠনের সমাবেশ, বড় জমায়েতের আশা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৮ মে ২০২৫, ১০:০৯ এএম

শেয়ার করুন:

নয়াপল্টনে বিএনপির ৩ অঙ্গ সংগঠনের সমাবেশ, বড় জমায়েতের আশা

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) তিন অঙ্গসংগঠন—ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল রাজধানী ঢাকায় বড় সমাবেশ আয়োজন করতে যাচ্ছে। আজ বুধবার (২৮ মে) বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই সমাবেশ অনুষ্ঠিত হবে। 

‘তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ’ শিরোনামে আয়োজিত এ কর্মসূচিকে ঘিরে প্রস্তুতি শেষ হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে। আয়োজকেরা বলছেন, ঢাকা ছাড়াও সিলেট, ফরিদপুর, ময়মনসিংহসহ দেশের বিভিন্ন জেলা থেকে বিপুলসংখ্যক তরুণ-তরুণী অংশ নেবেন। প্রায় ১৫ লাখ মানুষের জমায়েতের আশা করা হচ্ছে।


বিজ্ঞাপন


বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হবেন এবং সমাবেশে বক্তব্য রাখবেন। তিনি দেশের তরুণদের উদ্দেশে দলের রাষ্ট্রচিন্তা, রাজনৈতিক দৃষ্টিভঙ্গি ও আগামী দিনের রূপরেখা তুলে ধরবেন।

এছাড়া দলের শীর্ষস্থানীয় কয়েকজন নেতা—স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, আবদুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং সালাহউদ্দিন আহমদ—সমাবেশে উপস্থিত থাকবেন।

বিএনপির এই তিনটি অঙ্গসংগঠন মে মাসজুড়ে দেশব্যাপী তরুণদের সঙ্গে সম্পৃক্ত হতে নানা কর্মসূচি পালন করেছে। চারটি বিভাগীয় শহরে সেমিনার ও সমাবেশের মাধ্যমে কর্মসূচির সূচনা হয়। এরই ধারাবাহিকতায় চট্টগ্রাম, খুলনা ও বগুড়ায় সফল আয়োজনের পর আজ অনুষ্ঠিত হচ্ছে চূড়ান্ত সমাবেশটি।

দলটির নেতারা বলছেন, তরুণদের মধ্যে রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি এবং বিএনপির ভবিষ্যৎ ভাবনা তাদের কাছে পৌঁছে দেওয়াই এই কর্মসূচির মূল লক্ষ্য।


বিজ্ঞাপন


বিএনপির নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয় ও আশপাশের এলাকায় এ উপলক্ষে নিরাপত্তা জোরদার করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকেও পরিস্থিতি পর্যবেক্ষণে রয়েছে বাড়তি তৎপরতা।

দলীয় নেতাদের আশা, আজকের এই জমায়েত বিএনপির তরুণ নেতৃত্ব গঠনের পাশাপাশি আগামী দিনের আন্দোলনেও বড় ভূমিকা রাখবে।

এসএইচ/এইউ 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর