বুধবার, ২৫ জুন, ২০২৫, ঢাকা

আন্দোলনরত সবার উদ্দেশে যে বার্তা দিলেন জামায়াত আমির

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২৬ মে ২০২৫, ১০:৫৫ পিএম

শেয়ার করুন:

Jamayat Amir
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ছবি- সংগৃহীত

দেশে গত কয়েকদিন ধরেই এনবিআর ও সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীরা বিভিন্ন দাবিতে আন্দোলন করে আসছেন। এছাড়াও বিভিন্ন দাবি দাওয়া নিয়ে কয়েক মাস ধরেই আন্দোলন চালিয়ে যাচ্ছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। এবার তাদের সবাইকে নিজ নিজ অবস্থান থেকে ধৈর্য, সহিষ্ণুতা ও দেশপ্রেমে উজ্জীবিত হয়ে কাজ করার আহ্বান জানালেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ড. শফিকুর রহমান।

সোমবার (২ে৬ মে) রাতে তিনি আর ভেরিফায়েড ফেসবুক আইডি থেকে এক পোস্টের মাধ্যমে এই আহ্বান জানান।


বিজ্ঞাপন


ডা. শফিকুর রহমান বলেন, ‘পবিত্র ঈদুল আজহা আসন্ন। এ সময় বাংলাদেশের সর্বমহলের প্রতি আহ্বান জানাই—জনগণের জন্য যা কিছু স্বস্তিদায়ক, কল্যাণকর এবং শান্তি-শৃঙ্খলা পূর্ণ, সে বিষয়গুলো খেয়াল রেখে দেশ ও জনগণের স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে সরকার, রাজনৈতিক দলসমূহ, ধর্মীয় সংগঠনসমূহ, সামাজিক ও পেশাজীবী সংগঠনসমূহ, রাষ্ট্রের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ তথা সকলেই নিজ নিজ অবস্থান থেকে ধৈর্য, সহিষ্ণুতা ও দেশপ্রেমে উজ্জীবিত হয়ে কাজ করুন।’

‘মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তাঁর রহমত দিয়ে সিক্ত করুন এবং সাহায্য দিয়ে এ দেশের মানুষের প্রত্যাশা পূরণে কাজ করার তৌফিক দান করুন। আমিন।’

টিএই/ইএ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর