নির্বাচন কমিশনের (ইসি) নিবন্ধন পেতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের কাছে আরজি জানিয়েছে প্রয়াত বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী প্রতিষ্ঠিত ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি (এনডিপি)।
রোববার (২৫ মে) নির্বাচন ভবনে সিইসির সঙ্গে এক বৈঠক শেষে সাংবাদিকদের এই কথা বলেন এনডিপির চেয়ারম্যান মো. আবু তাহের।
বিজ্ঞাপন
সংগঠনের চেয়ারম্যান বলেন, ‘ইসির সঙ্গে আমাদের আলাপ হয়েছে। আমাদের অতীতের নিবন্ধনের আবেদন স্বৈরাচার সরকার যেসব কারণে দেয়নি, সেগুলো আমরা খোলাসা করে আলোচনা করেছি।’
আবু তাহের বলেন, ‘সালাউদ্দিন কাদের চৌধুরী এই দলের মহাসচিব থাকার কারণেই মূলত দলের রেজিস্ট্রেশন দিচ্ছিল না, যদিও নির্বাচন কমিশনের সব ক্রাইটেরিয়া আমরা ফুলফিল করেছি।’
আবু তাহের আরও বলেন, ‘ফ্যাসিস্ট সরকারকে বিদায় করতে আমাদের সব নেতাকর্মী সড়কে ছিল, আন্দোলনে ঐক্যবদ্ধ ছিল- এই বিষয়গুলো আমরা ইসিকে জানিয়েছি। আমরা চাচ্ছি, এনডিপি যেহেতু একটি জাতীয় গণতান্ত্রিক দল, দীর্ঘদিন ধরে আমরা আন্দোলন সংগ্রামে ছিলাম, আমরা এখন রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন চাচ্ছি।’
এনডিপি থেকে পাঁচজন সিইসি ও ইসির সঙ্গে বৈঠকে অংশ নেন। এ সময় দলের মহাসচিব আব্দুল্লাহ হারুন সোহেল, প্রেসিডিয়াম মেম্বার মুসা মণ্ডল, জামিল আহমেদ, মিজানুর রহমান পাটোয়ারী উপস্থিত ছিলেন।
বিজ্ঞাপন
এমএইচএইচ/জেবি