শনিবার, ১৪ জুন, ২০২৫, ঢাকা

বিভিন্ন দলের নেতাদের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৫ মে ২০২৫, ০৬:২৮ পিএম

শেয়ার করুন:

younus
কয়েকটি রাজনৈতিক দলের নেতার সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক। ছবি: সংগৃহীত

দেশের চলমান পরিস্থিতি নিয়ে আলোচনা করতে বেশ কয়েকটি রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠক করছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

রোববার (২৫ মে) বিকেল সাড়ে ৫টার দিকে প্রথম দফার বৈঠক শুরু করেন প্রধান উপদেষ্টা।


বিজ্ঞাপন


প্রথম দফার বৈঠকে কর্নেল (অব.) অলি আহমেদ (বীর বিক্রম), মাহমুদুর রহমান মান্না, সাইফুল হক, জুনায়েদ সাকী, হাসনাত কাইয়ুম, মুজিবুর রহমান মঞ্জু, মুজাহিদুল ইসলাম সেলিম, খালেকুজ্জামান ভূঁইয়া, টিপু বিশ্বাস, শেখ রফিকুল ইসলাম বাবলু ও শহীদ উদ্দিন মাহমুদ স্বপন প্রমুখ অংশ নিয়েছেন।

আরও পড়ুন

প্রধান উপদেষ্টার বৈঠকে ডাক পেলেন যে ২০ রাজনীতিক

এরপর দ্বিতীয় দফায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করবেন মাওলানা সাজিদুর রহমান, মাওলানা সৈয়দ রেজাউল করীম, মাওলানা মামুনুল হক, আহমদ আব্দুল কাদের, মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী, নুরুল হক নূর, মাওলানা মুসা বিন ইজহার ও মুফতি মাওলানা সাখাওয়াত হোসাইন রাজী।

এর আগে গতকাল প্রথম দিনে বিএনপি, জামায়াত ও এনসিপির নেতাদের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। সেখানে চলমান রাজনৈতিক সংকট নিয়ে আলোচনা হয়।


বিজ্ঞাপন


জেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর