বুধবার, ১৮ জুন, ২০২৫, ঢাকা

শপথ চেয়ে রিট ইস্যুতে যা বললেন ইশরাক

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২৫ মে ২০২৫, ০৫:০০ পিএম

শেয়ার করুন:

ishrak
ইশরাক হোসেন। ছবি: সংগৃহীত

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে শপথ দেওয়ার নির্দেশনা চেয়ে বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন হাইকোর্টে রিট করেছেন- এমন খবর প্রকাশিত হয়েছে একাধিক গণমাধ্যমে। অন্যদিকে ইশরাক হোসেন বিবৃতি দিয়ে জানিয়েছেন, তিনি আইনি বিষয় নিয়ে আইনজীবীর সঙ্গে আলোচনা করেছেন। তবে এখনো রিট করেননি।

গণমাধ্যমে উচ্চ আদালতের সূত্র ধরে রোববার (২৫ মে) দুপুরে সংবাদ প্রকাশিত হয় ইশরাকের পক্ষে ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন শপথের নির্দেশনা চেয়ে রিট দায়ের করেছেন। তবে ইশরাক হোসেন দাবি করেছেন, রিট করেননি। এ সংক্রান্ত প্রস্তুতি তার আইনজীবী আগেভাগে নিয়ে রাখতেই পারেন।


বিজ্ঞাপন


এর আগে গত বৃহস্পতিবার (২২ মে) বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে করা রিট সরাসরি খারিজ করে দেন হাইকোর্ট। আদালত বলেন, রিট আবেদনটি শুনানির জন্য গ্রহণযোগ্য নয়। এ আদেশের ফলে ইশরাক হোসেনকে শপথ দিতে বাধা নেই বলে জানান আইনজীবীরা।

বৃহস্পতিবার হাইকোর্টের আদেশের পর ইশরাকের আইনজীবী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন ও ব্যারিস্টার কায়সার কামাল বলেছিলেন, গড়িমসি না করে এখন সরকারের দায়িত্ব ইশরাক হোসেনের শপথের ব্যবস্থা করা। হাইকোর্টের আদেশের পরও শপথ না পড়ালে সেটা হবে আদালত অবমাননা। আমরা আশা করি সরকার কোনো ধরনের কালক্ষেপণ না করে ইশরাক হোসেনের শপথের ব্যবস্থা করবে।

আরও পড়ুন

৪৮ ঘণ্টার আলটিমেটাম দিয়ে আন্দোলন স্থগিত করলেন ইশরাক

এদিকে সচিবালয় সূত্রে জানা গেছে, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র পদে ইশরাক হোসেনকে শপথ পড়ানোর প্রক্রিয়া নিয়ে আলাপ-আলোচনা করছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। সবকিছু ঠিকঠাক থাকলে আগামীকাল সোমবার তাকে শপথ পড়ানো হতে পারে। এমন আলোচনার মধ্যে নতুন করে সামনে এসেছে ইশরাকের রিট করার বিষয়টি।


বিজ্ঞাপন


রিট করেছেন ইশরাক- এমন খবর প্রকাশিত হওয়ার পর ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন ক্ষুদেবার্তা পাঠিয়ে বলেন, বিভিন্ন গণমাধ্যমে হাইকোর্টে রিট করা হয়েছে মর্মে সংবাদ প্রচারিত/ প্রকাশিত হয়েছে। এই প্রসঙ্গে আমার বক্তব্য হলো- যেহেতু স্থানীয় সরকার মন্ত্রণালয় কর্তৃক 'স্থানীয় সরকার-সিটি করপোরেশন’ আইন অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে শপথ পড়ানোর কোনো পদক্ষেপ দৃশ্যমান হয়নি, তাই কোর্টের দ্বারস্থ হওয়ার বিষয়ে আমি আমার আইনজীবীদের সঙ্গে আলোচনা করছি। এখন পর্যন্ত কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাই নাই। এ বিষয়ে, আপনাদের আরও সহযোগিতা প্রত্যাশা করছি।

বিইউ/জেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর