আগামী দিনের যেকোনো আন্দোলন-সংগ্রামে অতীতের মতো সোচ্চার থাকতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন।
তিনি বলেছেন, ‘দলের নির্দেশনা অনুযায়ী নির্দিষ্ট সময়ের মধ্যেই একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন আদায়ে আমাদের কাজ করে যেতে হবে।’
বিজ্ঞাপন
শনিবার (২৪ মে) রাজশাহী ও রংপুর বিভাগের সমন্বয়ে বিকেল তিনটায় বগুড়া শহরের সূত্রাপুর সেন্ট্রাল হাইস্কুল মাঠে যুবদল, স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের সমন্বয়ে ‘তারুণ্যের রাজনৈতিক অধিকার’ প্রতিষ্ঠার সমাবেশে এই আহ্বান জানান নয়ন।
যুবদল সম্পাদক বলেন, ‘দেশের জনগণ ও গণতন্ত্রকে সুরক্ষা দিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ৩১ দফা কর্মসূচি ঘোষণা করেছেন। এই কর্মসূচি বাস্তবায়নের মধ্য দিয়েই একটি কার্যকর, জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠা সম্ভব।’
নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা যদি বিএনপিকে ভালোবাসেন, তবে খেটে খাওয়া সাধারণ মানুষের দোরগোড়ায় যান। তাদেরকে ৩১ দফার সুফল বুঝিয়ে বলুন। দেশের উন্নয়ন ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় এই কর্মসূচি কতটা গুরুত্বপূর্ণ, সেটা সবাইকে জানাতে হবে।’
নয়ন বলেন, ‘জাতীয়তাবাদী দলের কর্মসূচি নিয়ে যারা গুজব ছড়াচ্ছেন কিংবা দলের ত্যাগী নেতাকর্মীদের নিয়ে অপপ্রচার চালাচ্ছেন, তাদের বিরুদ্ধে দুর্বার প্রতিরোধ গড়ে তোলা হবে।’
বিজ্ঞাপন
তিনি হুঁশিয়ারি দেন, ‘খেটে খাওয়া কৃষকদের তিন ফসলি জমির মাটি যারা জোরপূর্বক কেটে বাণিজ্য করছেন, তারা সাবধান হয়ে যান। তা না হলে পরিণতি ভালো হবে না।’
এ সময় তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী তরুণদের দেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান জানান যুবদলের সাধারণ সম্পাদক।
সমাবেশে প্রধান অতিথি ছিলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। বিশেষ অতিথি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
আরও উপস্থিত ছিলেন বিএনপির প্রচার-সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী, সাধারণ সম্পাদক রাজিব আহসান, ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, সাধারণ সম্পাদক নাসিরুদ্দীন নাসিরসহ রাজশাহী ও রংপুর বিভাগের প্রতিটি জেলা-উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড কমিটির যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের কমিটির নেতাকর্মীরা।
বিইউ/এএইচ