বিএনপি ও জামায়াতে ইসলামীর পর এবার প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে একটি প্রতিনিধি দল এই বৈঠকে অংশ নেবে বলে নিশ্চিত করেছেন দলটির একাধিক সিনিয়র নেতৃবৃন্দ।
শনিবার (২৪ মে) রাত সাড়ে ৮টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ বৈঠক অনুষ্ঠিত হবে।
বিজ্ঞাপন
প্রতিনিধি দলে থাকছেন— দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব এবং সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা।
এর আগে, সন্ধ্যা সাড়ে ৭টায় একইস্থানে বিএনপির সঙ্গে বৈঠকে বসছেন প্রধান উপদেষ্টা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের নেতৃত্বে প্রতিনিধি দলটি বৈঠকে অংশ নিচ্ছেন বলে জানা গেছে।
বৈঠকগুলোর ধারাবাহিকতায় বিএনপির সঙ্গে আলোচনার পর জামায়াতে ইসলামীর প্রতিনিধিদের সঙ্গেও বৈঠকে বসবেন প্রধান উপদেষ্টা। জামায়াতের প্রতিনিধি দলে নেতৃত্ব দেবেন দলটির আমির ডা. শফিকুর রহমান।
বিজ্ঞাপন
টিএই/এমএইচটি