সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

উচ্চ আদালত নিয়ে মন্তব্যে সারজিস আলমকে আইনি নোটিশ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৪ মে ২০২৫, ১১:৫১ এএম

শেয়ার করুন:

উচ্চ আদালত নিয়ে মন্তব্যে সারজিস আলমকে আইনি নোটিশ
এনসিপি নেতা সারজিস আলম। ছবি: সংগৃহীত

বিএনপি নেতা ইশরাক হোসেনের মেয়র পদে শপথের রিট খারিজের পর ফেসবুক স্ট্যাটাসে হাইকোর্ট নিয়ে বিরূপ মন্তব্যের অভিযোগে জাতির কাছে ক্ষমা চাইতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা সারজিস আলমকে আইনি নোটিশ পাঠিয়েছেন একজন আইনজীবী।

শনিবার (২৪ মে) সকালে সুপ্রিম কোর্টের আইনজীবী মো. জসিম উদ্দিন এই লিগ্যাল নোটিশ পাঠান।


বিজ্ঞাপন


গত ২২ মে বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে দায়ের করা রিট আবেদন খারিজ করে দেন বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ। এরপর এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম তার ভেরিফায়েড ফেসবুক আইডিতে হাইকোর্ট নিয়ে বিরূপ মন্তব্য করে একটি স্ট্যাটাস দেন। তিনি লেখেন, ‘মব তৈরি করে যদি হাইকোর্টের রায় নেওয়া যায় তাহলে এই হাইকোর্টের দরকার কি?’

আরও পড়ুন

বিএনপির কাছে যে প্রত্যাশার কথা জানালেন সারজিস

আইনি নোটিশে সারজিস আলমকে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে লিখিতভাবে ক্ষমা চাইতে বলা হয়েছে। একইসঙ্গে নোটিশ পাওয়ার দুই ঘণ্টার মধ্যে সংবাদ সম্মেলন ডেকে তাকে প্রকাশ্যে ক্ষমা চাইতে বলা হয়েছে। অন্যথায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান আইনজীবী।

জেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর