মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ইশরাকের ঘোষণার পর কাকরাইল মোড় ছাড়লেন আন্দোলনকারীরা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২২ মে ২০২৫, ০৫:৫১ পিএম

শেয়ার করুন:

ইশরাকের ঘোষণার পর কাকরাইল মোড় ছাড়লেন আন্দোলনকারীরা

অন্তর্বর্তীকালীন সরকারকে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দেওয়ার পর কাকরাইল মোড় ছেড়েছেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। আজ বৃহস্পতিবার (২২ মে) বিকেল সাড়ে ৪টায় কাকরাইল মোড়ে এসে আন্দোলন স্থগিতের ঘোষণা দেন প্রকৌশলী ইশরাক হোসেন। বর্তমানে কাকরাইল মোড়ের যান চলাচল স্বাভাবিক হয়েছে।

এর আগে সকাল থেকে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ইশরাকের সমর্থকেরা কাকরাইল মোড়ে এসে জড়ো হন। দুপুরে কোর্টের রায় ইশরাকের পক্ষে আসায় নেতাকর্মীরা উচ্ছ্বাস প্রকাশ করেন। তবে দুই উপদেষ্টার পদত্যাগের দাবিতে নানা স্লোগান দিতে থাকেন তারা।


বিজ্ঞাপন


বিএনপি নেতা ইশরাক হোসেন বলেন, হাইকোর্টের আদেশ শোনার পর আমাদের দল থেকে সিদ্ধান্ত নিয়েছে, আমরা আন্দোলন আপাতত স্থগিত রাখব এবং সরকারকে আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টা পর্যন্ত পর্যবেক্ষণে রাখব। এই সময়ের তাদের যে কর্মকাণ্ড সেটার ওপর ভিত্তি করে আমরা পরবর্তী আন্দোলনের সিদ্ধান্ত নেব।

গত বুধবার সকাল থেকে ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ গ্রহণের দাবিতে আন্দোলন করে আসছে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। পরে এই আন্দোলন থেকে উপদেষ্টা আসিফ ও মাহফুজের পদত্যাগের দাবি তোলা হয়। 

এএসএল/এফএ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর