সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ইশরাকের জন্য রাতভর কাকরাইলে, রায় ঘিরে বড় জমায়েতের চিন্তা

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২২ মে ২০২৫, ১০:৩৮ এএম

শেয়ার করুন:

ইশরাকের জন্য রাতভর কাকরাইলে, রায় ঘিরে বড় জমায়েতের চিন্তা
কাকরাইল মসজিদের সামনের মোড়ে নেতাকর্মীদের অবস্থান।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে আন্দোলন চলছে। সপ্তাহজুড়ে চলা আন্দোলন কর্মসূচিতে বুধবার (২১ মে) প্রথমবারের মতো রাতেও রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার কাছাকাছি সড়কে শুয়ে-বসে আর স্লোগানে কাটিয়েছেন ইশরাকের অনুসারীরা।

বৃহস্পতিবার (২২ মে) সকাল থেকে নেতাকর্মীর উপস্থিতি বাড়তে থাকে। শপথ ইস্যুকে কেন্দ্র করে করা রিটের রায়কে কেন্দ্র করে বড় জমায়েত করার চিন্তা চলছে বলে জানা গেছে।


বিজ্ঞাপন


এদিন সকাল রাজধানীর কাকরাইল মসজিদের সামনের মোড়ে নেতাকর্মীদের অবস্থান করছেন। এদের বেশিরভাগই রাতভর কাকরাইল মোড়েই অবস্থান নিয়ে বিক্ষোভ করেছেন।

kakrail1
কাকরাইল মসজিদের সামনের মোড়ে নেতাকর্মীদের অবস্থান।

এদিকে সপ্তাহের শেষ কর্মদিবসে সংশ্লিষ্ট সড়কপথ দিয়ে কর্মস্থলের দিকে যাওয়া লোকজনকে ভোগান্তিতে পড়তে দেখা গেছে। কারণ, এই সড়ক দিয়ে কোনো যানবাহন চলতে দেয়া হচ্ছে না।

সকালে কাকরাইল মোড় থেকে যমুনার দিকে ডান পাশে পুলিশ ব্যারিকেডের সামনে অনেকে নেতাকর্মী বসে-দাঁড়িয়ে রয়েছেন। সারা রাত অবস্থান করা কিছু নেতাকর্মীকে বিশ্রাম নিতে দেখা যায়। কেউ কেউ আবার রাস্তায় বিছিয়ে রাখা ত্রিপলে শুয়ে-বসে বিশ্রাম নিচ্ছেন।


বিজ্ঞাপন


কাকরাইল মোড় থেকে মৎস্য ভবনের দিকে যাওয়ার সড়কে স্বেচ্ছাসেবক দলের বেশ কিছু নেতাকর্মীকে ইশরাকের পক্ষে স্লোগান দিতে দেখা যায়।

kakrail2
কাকরাইল মসজিদের সামনের মোড়ে নেতাকর্মীদের অবস্থান।

সকাল ৯টার দিকে অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়া নেতাকর্মীরা ‘রাজপথের ইশরাক ভাই, আমরা তোমার ভুলি নাই’; ‘লড়াই লড়াই লড়াই চাই, লড়াই করে বাঁচতে চাই’; ‘যমুনারে যমুনা, আমি কিন্তু যাব না’, ‘শপথ নিয়ে টালবাহানা, চলবে না, চলবে না’, ‘আদালতে হস্তক্ষেপ, চলবে না, চলবে না’, ‘এ লড়াইয়ে জিতবে কারা, ইশরাক ভাইয়ের সৈনিকেরা’ ইত্যাদি স্লোগান দেন।

রাস্তা বন্ধ থাকায় কাকরাইল মোড় থেকে মৎস্য ভবন কিংবা হোটেল ইন্টারকন্টিনেন্টালের দিকে যেতে চাওয়া অনেককে অন্য দিক দিয়ে যেতে দেখা গেছে।

বিইউ/এমএইচটি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর