সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

অনুসারীদের রাজপথ না ছাড়ার বার্তা ইশরাকের

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২১ মে ২০২৫, ০২:৫২ পিএম

শেয়ার করুন:

অনুসারীদের রাজপথ না ছাড়ার বার্তা ইশরাকের
মৎস্য ভবন মোড়ে অবস্থান নিয়েছেন ইশরাক অনুসারীরা। ছবি: সংগৃহীত

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে শপথ নেওয়ার ব্যবস্থা করার দাবিতে আন্দোলন করছেন ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের অনুসারীরা। তাদের উদ্দেশে নতুন করে বার্তা দিয়েছেন বিএনপির এই তরুণ নেতা। বলেছেন, ‘নির্দেশ একটাই, যতক্ষণ দরকার রাজপথ ছেড়ে উঠে আসা যাবে না।’

বুধবার (২১ মে) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ ঘোষণা দেন ইশরাক।


বিজ্ঞাপন


এদিন সকালে এক পোস্টে ইশরাক হোসেন লেখেন, গণতান্ত্রিক ভাষায়, রাজনৈতিক শিষ্টাচার মেনে যৌক্তিক কারণে উপদেষ্টা আসিফ মাহমুদ ও উপদেষ্টা মাহফুজ আলমকে অন্তর্বর্তীকালীন সরকারের সকল দায়িত্ব থেকে পদত্যাগের আহ্বান জানাচ্ছি। যেহেতু এটা প্রতীয়মান যে আপনারা রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত আছেন, হয়তো আগামীতে সরাসরি যুক্ত হবেন। এবং এটাও অনেকটা স্পষ্ট আপনারা নির্বাচন করবেন। তাহলে আপনাদের পদত্যাগের দাবি কি অযৌক্তিক? নাকি এটাই সঠিক পদক্ষেপ হবে এবং আপনাদের নিয়ে রাজনৈতিক বিতর্কের অবসান ঘটবে।

আরও পড়ুন

আন্দোলনকারীদের প্রতি যে অনুরোধ করলেন ইশরাক

ইশরাককে শপথ না পড়াতে রিটের আদেশ বৃহস্পতিবার

এদিকে বুধবার সকালে নগর ভবনের সামনে টানা অষ্টম দিনের মতো অবস্থান নিয়ে ‘আমরা ঢাকাবাসীর’ ব্যানারে আন্দোলন শুরু হয়। এতে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা যোগ দেন। পরে আন্দোলনকারীরা প্রথমে হাইকোর্ট গেট, প্রেসক্লাব ও শিক্ষা ভবনের মোড়ে জড়ো হন। পরে স্লোগানে স্লোগানে সবাই মৎস্য ভবনের সামনে অবস্থান নেন। এ সময় চারদিকের রাস্তা বন্ধ করে দেওয়া হয়।

এদিকে সিটি করপোরেশনের কর্মচারীরা নগর ভবনের ভেতরে বিক্ষোভ মিছিল করেছেন। নগর ভবনের ফটকের সামনের অস্থায়ী মঞ্চও তুলে নেওয়া হয়েছে।


বিজ্ঞাপন


বিইউ/জেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর