বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে শপথ পড়ানোর দাবিতে সরকারের সাড়া না মেলায় এবার মৎস্য ভবন ও কাকরাইল মোড়ে অবস্থান নিয়েছেন নেতাকর্মীরা। হাজারো নেতাকর্মীর অবস্থানে ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে গেছে।
বুধবার (২১ মে) টানা অষ্টম দিনের মতো ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন কার্যালয়ে বিক্ষোভ শুরুর পর সেখান থেকে সরে এসে মৎস্য ভবন মোড়ে অবস্থান নেন বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
বিজ্ঞাপন

আন্দোলনকারীরা প্রথমে হাইকোর্ট গেট, প্রেস ক্লাব ও শিক্ষা ভবনের মোড়ে জড়ো হন। পরে স্লোগানে স্লোগানে সবাই মৎস্য ভবনের সামনে অবস্থান নেন। এ সময় চারদিকের রাস্তা বন্ধ করে দেওয়া হয়।
নেতাকর্মীরা প্রধান উপদেষ্টা বাসভবন যমুনা অভিমুখে যেতে চাইলে কাকরাইল মোড়ে পুলিশ তাদের আটকে দেয়। পরে সেখানেই অবস্থান নিয়ে বিক্ষোভ প্রদর্শন করছেন। বিক্ষোভকে কেন্দ্র করে যমুনা ও আশপাশের নিরাপত্তা জোরদার করা হয়েছে।

বিজ্ঞাপন
এদিকে ইশরাক সমর্থকদের সড়কে অবস্থানের কারণে যান চলাচল বন্ধ রয়েছে মৎস্য ভবন ও শাহবাগ, প্রেসক্লাব, কাকরাইল মোড়সহ আশপাশের এলাকায়। এতে যানজটে পড়েছে সড়কে থাকা পরিবহনগুলো। যাত্রীরা বাস থেকে নেমে পায়ে হেঁটে হেঁটে যাচ্ছেন গন্তব্যে। তাদের চোখেমুখে রয়েছে বিরক্তির ছাপ।
ফাতেমা আক্তার নামে এক পথচারী ঢাকা মেইলকে বলেন, আমি যাব যাত্রাবাড়ীতে। দীর্ঘ সময় ধরে গাড়িতে বসে আছি। তবে গাড়ি নড়াচড়া করছে না। এতো যানজট আর ভালো লাগে না।
নজরুল ইসলাম নামে আরেক পথচারী বলেন, দাবি আদায়ের শহরে পরিণত হয়েছে ঢাকা। সেইসঙ্গে দিনে দিনে বসবাসের অনুপোযোগী হয়ে যাচ্ছে। সরকার আসে আর যায়, দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হচ্ছে না। এই সময়ে সড়ক অবরোধ করে দলীয় কর্মসূচি পালন করার মানে আছে? রাজনীতিবিদরা জনগণের সেবক হয়ে উঠুক।

এক সপ্তাহ ধরে নগর ভবনে আন্দোলন হলেও আজ দুপুরে সেখানে কাউকে দেখা যায়নি। সামনের সড়ক ফাঁকা। তবে সিটি করপোরেশনের কর্মচারীরা নগর ভবনের ভেতরে বিক্ষোভ মিছিল করেছেন। নগর ভবনের ফটকের সামনের অস্থায়ী মঞ্চও তুলে নেওয়া হয়েছে।
ইশরাক হোসেনকে মেয়র পদে শপথের মাধ্যমে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে গত বুধবার থেকে আন্দোলনে নেমেছেন তার সমর্থকেরা। দাবি মেনে নিতে আজ সকাল ১০টা পর্যন্ত আলটিমেটাম দেন আন্দোলনকারীরা। এই সময়ের মধ্যে ইশরাক হোসেনকে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার বিষয়ে কোনো সিদ্ধান্ত না এলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন ইশরাকের সমর্থকরা।
আন্দোলনের সমন্বয়ক সাবেক সচিব মশিউর রহমান মঙ্গলবার বিকালে বলেন, আমরা আগামীকাল সকাল ১০টা পর্যন্ত অপেক্ষা করব। এর মধ্যে ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত না এলে আবারও সকাল ১০টায় একত্রিত হয়ে আরও কঠোর কর্মসূচি দেব। একইসঙ্গে ঢাকা অচলেরও হুমকি দেন তিনি।
ঢাকা দক্ষিণ সিটির মেয়র পদে নির্বাচন হয় ২০২০ সালের ১ ফেব্রুয়ারি। সেই নির্বাচনে ব্যাপক অনিয়ম ও জালিয়াতির অভিযোগ ওঠে। নির্বাচনে বিএনপির প্রার্থী ছিলেন ইশরাক হোসেন।
গত বছরের ৫ আগস্ট গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর মেয়র পদ থেকে শেখ ফজলে নূর তাপসকে অপসারণ করে সরকার। অন্যদিকে চলতি বছরের ২৭ মার্চ একটি নির্বাচনি ট্রাইব্যুনাল ইশরাক হোসেনকে গত সিটি নির্বাচনে বিজয়ী ঘোষণা করেন। এরপর ইশরাককে মেয়র ঘোষণা করে গত ২৭ এপ্রিল গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন। কিন্তু এখনো তার শপথ না পড়ানোয় ক্ষুব্ধ নেতাকর্মীরা কর্মসূচিতে নেমেছেন।
এমএইচ/এসএইচ/ইএ

