চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। সফরসঙ্গী হিসেবে রয়েছেন তার স্ত্রী আফরোজা আব্বাস এবং ব্যক্তিগত সহকারী মিজানুর রহমান সোহেল।
রোববার (১৮মে) দুপুরে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন মির্জা আব্বাসরা।
বিজ্ঞাপন
বিএনপির এই জ্যেষ্ঠ নেতা সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথ হাসপাতালে যাবেন। সেখানে তিনি ডায়াবেটিস, অর্থোপেডিক, নিউরোলজির বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেবেন এবং শারীরিক কিছু পরীক্ষা করাবেন।
চিকিৎসা শেষে আগামী ২৫ মে মির্জা আব্বাসের দেশে ফেরার কথা রয়েছে।
বিইউ/এএইচ

