শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ঢাকা

বৃষ্টি উপেক্ষা করে ইসলামী আন্দোলনের গণমিছিল, পুলিশের বাধা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬ জুন ২০২২, ১২:৫৭ পিএম

শেয়ার করুন:

বৃষ্টি উপেক্ষা করে ইসলামী আন্দোলনের গণমিছিল, পুলিশের বাধা

ভারতে বিজেপি মুখপাত্র কর্তৃক রাসূল (সা.) এবং উম্মুল মুমিনীন আয়েশা (রা.) সম্পর্কে অবমাননাকর বক্তব্যের প্রতিবাদে জাতীয় সংসদে নিন্দা প্রস্তাব পাস, ভারতীয় রাষ্ট্রদূতকে তলব ও নূপুর শর্মা ও নবীন কুমার জিন্দালকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রাজধানীতে গণমিছিল করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। 

বৃহস্পতিবার (১৬ জুন) বেলা ১২টার দিকে রাজধানীর বায়তুল মোকাররম থেকে এ মিছিল শুরু হয়। এসময় প্রচণ্ড বৃষ্টি শুরু হলে বৃষ্টি উপেক্ষা করে মিছিল নিয়ে ছুটেন দলটির নেতাকর্মীরা।


বিজ্ঞাপন


মিছিলটি ভারতীয় দূতাবাস অভিমুখে যাত্রা শুরু করলে শান্তিনগর মোড়ে পুলিশ ব্যারিকেড দিয়ে থামিয়ে দেয়।

islami-a

এসময় নেতাকর্মীরা সেখানেই কর্মসূচি শেষ করে। মিছিলে নেতৃত্ব দেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি রেজাউল করিম পীর সাহেব চরমোনাই।

এর আগে, গত ১০ জুন (শুক্রবার) এক বিক্ষোভ সমাবেশ থেকে এ কর্মসূচি ঘোষণা করেন ইসলামী আন্দোলনের নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম।


বিজ্ঞাপন


michil

গতকাল বুধবার (১৫ জুন) বিকেলে পুরানা পল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে ভারতীয় দূতাবাস অভিমুখে গণমিছিল সফলের লক্ষ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের বিভিন্ন সহযোগী সংগঠনসমূহের সাথে যৌথসভা অনুষ্ঠিত হয়। সেখানে কর্মসূচির রোডম্যাপ চূড়ান্ত করা হয়। 

টিএই/এএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর