শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ঢাকা

ঢাকাস্থ ভারতীয় দূতাবাস অভিমুখে গণমিছিল আজ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬ জুন ২০২২, ০৯:৪৭ এএম

শেয়ার করুন:

ঢাকাস্থ ভারতীয় দূতাবাস অভিমুখে গণমিছিল আজ

ভারতে বিজেপি মুখপাত্র কর্তৃক রাসূল (সা.) এবং উম্মুল মুমিনীন আয়েশা (রা.) সম্পর্কে অবমাননাকর বক্তব্যের প্রতিবাদে জাতীয় সংসদে নিন্দা প্রস্তাব পাশ, ভারতীয় রাষ্ট্রদূতকে তলব ও নূপুর শর্মা ও নবীন কুমার জিন্দালকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ভারতীয় দূতাবাস অভিমুখে গণমিছিল ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করবে ইসলামী আন্দোলন বাংলাদেশ। 

বৃহস্পতিবার (১৬ জুন) বেলা ১১টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররম উত্তর গেটে প্রথমে জমায়েত হবেন তারা। এরপর ভারতীয় দূতাবাস অভিমুখে অগ্রসর হবেন। গণমিছিলের নেতৃত্ব দিবেন দলের আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই। 


বিজ্ঞাপন


গত ১০ জুন শুক্রবার এক বিক্ষোভ সমাবেশ থেকে এ কর্মসূচি ঘোষণা করেন ইসলামী আন্দোলনের নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম শায়খে চরমোনাই।

দলটির নেতারা জানান, ইতোমধ্যেই গণমিছিলের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ঈমানদার দেশপ্রেমিক তৌহিদী জনতার ব্যাপক উপস্থিতিতে গণমিছিল সফল হবে, ইনশাআল্লাহ।

এর আগে গতকাল বুধবার বিকেলে পুরানা পল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে ভারতীয় দূতাবাস অভিমুখে গণমিছিল সফলের লক্ষ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের বিভিন্ন সহযোগি সংগঠনসমূহের সাথে যৌথসভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন দলের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ।

যৌথসভায় উপস্থিত ছিলেন— প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন ও অধ্যাপক মাহবুবুর রহমান, যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, সহকারি মহাসচিব মাওলানা ইমতিয়াজ আলম, সহসাংগঠনিক সম্পাদক অধ্যাপক সৈয়দ বেলায়েত হোসেন, মাওলানা আহমদ আবদুল কাইয়ূম প্রমুখ।


বিজ্ঞাপন


টিএই/এএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর