মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

‘বহিরাগতদের হাতে সাম্য খুন, তাদের দিয়েই ঢাবিতে কর্মসূচি’

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৫ মে ২০২৫, ০৪:১০ পিএম

শেয়ার করুন:

‘বহিরাগতদের হাতে সাম্য খুন, তাদের দিয়েই ঢাবিতে কর্মসূচি’

সোহরাওয়ার্দী উদ্যানে ছুরিকাঘাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী এ এফ রহমান হল ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহরিয়ার আলম সাম্য নিহতের ঘটনায় ক্যাম্পাসে বিক্ষোভ করছে ছাত্রদল। বৃহস্পতিবার (১৫ মে) দ্বিতীয় দিনের মতো ভিসির বাস ভবনের সামনে বিক্ষোভ করছেন তারা। এসময় বাহির থেকে কর্মী আসতে দেখা গেছে বিক্ষোভ কর্মসূচিতে। তবে বাহির থেকে কর্মী নিয়ে আসায় অনেকেই সমালোচনা করছেন ছাত্রদলের।

এদিন দুপুরে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদী তার ফেসবুকে ক্যাম্পাসে বহিরাগতদের আসা কয়েকটি ছবি পোস্ট করে লিখেন, ‘ভিসিকে পদত্যাগ করাতে ঢাবি ক্যাম্পাসে এরা কারা!’


বিজ্ঞাপন


তার সেই পোস্টে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শীর্ষ নেতা সারজিস আলম তার ভেরিফায়েড আইডি থেকে মন্তব্য করেন ‘যে বহিরাগতদের হাতে সাম্যকে খুন হতে হয়েছে সেই বহিরাগতদেরকে দিয়ে ক্যাম্পাসে রাজনৈতিক কর্মসূচি করানো হচ্ছে। এভাবেই বহিরাগতদেরকে ক্যাম্পাসে এক্সেস দেওয়া হয়। তারা শিক্ষার্থী এবং শিক্ষকদেরকে নিয়ে যা ইচ্ছা তাই স্লোগান দেয়। সাহস বেড়ে যায়। ফলশ্রুতিতে বিভিন্ন সময় তারা শিক্ষার্থীদের গায়ে হাত তোলার সাহস পায়। সর্বশেষ এমন চিত্র দেখেছিলাম ১৫ জুলাই ২০২৪।’

sarjis-sc

এদিকে, ছাত্রদল তাদের বিক্ষোভ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় উপাচার্যের পদত্যাগ দাবি করছে। ‘এক দুই তিন চার, ভিসি তুই গদি ছাড়’, ‘আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে,’ এসব স্লোগানও দিচ্ছেন তারা।

ছাত্রদল নেতারা তাদের বক্তব্যে বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে এখনো খুনি হাসিনার দোসররা অবস্থান করছেন। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বলেছিলাম, আপনারা ব্যবস্থা গ্ৰহণ করেন। কিন্তু তারা করেনি‌। তার‌ই ফল, আমার ভাই সাম্য হত্যা। যারা বিগত ৯ মাসে ঢাকা বিশ্ববিদ্যালয়কে একটি নিরাপদ ক্যাম্পাস করতে পারেননি, তাদের পদত্যাগ দাবি করছি।’

তারা বলেন, ‘আমরা দেখেছি, আমাদের ছোট ভাই সাম্যকে কীভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে। ৫ আগস্ট পরবর্তী সময়ে কীভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে হত্যা করা হয়, তা আমাদের প্রশ্ন।’

টিএই/এমএইচটি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর