আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ নিষিদ্ধ করার আশ্বাসকে ‘প্রহসন’ বলে আখ্যা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ। তিনি বলেছেন, মূল দল আওয়ামী লীগকেই সন্ত্রাসী ও ফ্যাসিস্ট সংগঠন হিসেবে ঘোষণা দিয়ে নিষিদ্ধ করতে হবে।
বৃহস্পতিবার (৮ মে) রাতে যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ নিষিদ্ধ করার বিষয়ে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার দেওয়া আশ্বাসের পরিপ্রেক্ষিতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে এক প্রতিক্রিয়ায় হাসনাত এই মন্তব্য করেন।
বিজ্ঞাপন
এর আগে, প্রধান উপদেষ্টা কার্যালয়ের সামনে আওয়ামী লীগের বিচার ও নিষিদ্ধের দাবিতে আন্দোলনের পর, যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া দাবি করেন—আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ নিষিদ্ধ করার প্রক্রিয়া এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে। তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লেখেন, ‘সপ্তাহখানেক আগে থেকেই প্রক্রিয়া শুরু করে সব আনুষ্ঠানিকতা সম্পন্ন করে এখন চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে।’
এই খবরে প্রতিক্রিয়া জানিয়ে জাতীয় নাগরিক পার্টির নেতা হাসনাত আবদুল্লাহ বলেন, ‘যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ নিষিদ্ধ করার প্রহসন মেনে নেওয়া হবে না। আওয়ামী লীগকে সন্ত্রাসী ও ফ্যাসিস্ট সংগঠন হিসেবে ঘোষণা করে নিষিদ্ধ করতে হবে।’
আরও পড়ুন—
তিনি আরও বলেন, ‘আইসিটি আইনে দল হিসেবে বিচার করার বিধান সংযোজন করতে হবে। খুন, দমন-পীড়ন ও দুর্নীতির জন্য দলীয় কাঠামোকেই দায়ী করে বিচার নিশ্চিত না হলে প্রকৃত বিচার সম্ভব নয়।’
এর আগে একই সুরে কথা বলেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম এবং মুখপাত্র হান্নান মাসুদ। তারা আওয়ামী লীগের বিচার ও নিষিদ্ধকরণের দাবিতে রাজপথে নামার আহ্বান জানিয়েছেন।
নাহিদ ইসলাম বলেন, ‘বিচার না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না।’ অন্যদিকে, হান্নান মাসুদ বলেন, ‘বিপ্লব সংহত করতে, নিজেকে বাঁচাতে এবং দেশকে রক্ষায় আমাদের ঠিকানা সেই জুলাইয়ের রাজপথ।’
/একেবি/

