সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

যাত্রা করছে নতুন আরেকটি রাজনৈতিক প্লাটফর্ম 

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৫ মে ২০২৫, ০৬:৫৫ পিএম

শেয়ার করুন:

julay
শুক্রবার যাত্রা করবে আপ বাংলাদেশ। ছবি: সংগৃহীত

গত বছরের জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে সামনের সারিতে থাকা তরুণদের গড়া বাংলাদেশ নাগরিক পার্টির যাত্রা শুরুর কিছুদিনের মধ্যে আবারও নতুন রাজনৈতিক প্লাটফর্মের যাত্রা শুরু হচ্ছে। ইউনাইটেড পিপলস বাংলাদেশ (ইউপিবি/আপ বাংলাদেশ) নামের এই প্লাটফর্মের নেতৃত্বেও থাকবেন তরুণরা। জানানো হয়েছে, এটি মূলত একটি রাজনৈতিক প্লাটফর্ম, দল নয়। আগামী ৯ মে (শুক্রবার) বিকেল ৪টায় কেন্দ্রীয় শহীদ মিনারে এর আত্মপ্রকাশ ঘটতে যাচ্ছে বলে জানিয়েছেন এর ইউপিবির প্রধান উদ্যোক্তা আলী আহসান জুনায়েদ।

সোমবার (৫ মে) ফেসবুক পোস্টে এই তথ্য জানিয়েছেন আলী আহসান জুনায়েদ।


বিজ্ঞাপন


তিনি বলেছেন, আগামী ৯ মে, শুক্রবার বিকেল ৪টায় কেন্দ্রীয় শহীদ মিনারে আত্মপ্রকাশ করতে যাচ্ছে ইউনাইটেড পিপলস বাংলাদেশ (ইউপিবি/আপ বাংলাদেশ)। জুলাইয়ের আকাঙ্ক্ষার বাস্তবায়ন করাই হবে এই প্লাটফর্মের প্রাথমিক লক্ষ্যমাত্রা। আর দীর্ঘমেয়াদে আমরা বাংলাদেশে বিদ্যমান রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন করে যোগ্য ও নৈতিক নেতৃত্বের বিকাশ, সুবিচার ও সামাজিক নিরাপত্তা নিশ্চিতে কাজ করতে চাই।

জুনায়েদ লিখেন, ধর্মীয় বিশ্বাস ও মূল্যবোধের আলোকে সামাজিক চুক্তির পুনর্বহাল করে সাম্প্রদায়িক বন্ধন ও পারস্পরিক শ্রদ্ধাপূর্ণ সমাজ গড়ায় কাজ করতে চাই। ফ্যাসিবাদ, আধিপত্যবাদ, ধর্মবিদ্বেষ ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠনে এই প্লাটফর্ম কাজ করবে ইনশাআল্লাহ। আপনাদের সকলের পরামর্শ, দোয়া ও সহযোগিতা নিয়ে এগিয়ে যেতে চাই।

৯ মে শহীদ মিনারে সবাইকে পোস্টের মাধ্যমে আমন্ত্রণও জানিয়েছেন নতুন এই প্লাটফর্মের উদ্যোক্তা।

বিইউ/জেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর