সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

হাসনাতের ওপর যারা হামলা করেছে তারা কাপুরুষ: জামায়াত আমির

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৪ মে ২০২৫, ১১:০০ পিএম

শেয়ার করুন:

হাসনাতের ওপর যারা হামলা করেছে তারা কাপুরুষ: জামায়াত আমির
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

জাতীয় নাগরিক পার্টির শীর্ষ নেতা হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলার ঘটনায় নিন্দা জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, জানি না হাসনাত আব্দুল্লাহ কাদের চোখের বালি কিংবা পথের কাঁটা। তবে এটা কোনো রাজনৈতিক আচরণ নয়। নিঃসন্দেহে এটা সন্ত্রাসী কার্যক্রম।

রোববার (৪ মে) রাতে ফেসবুকে দেওয়া এক পোস্টে জামায়াতের আমির এমন মন্তব্য করেছেন।


বিজ্ঞাপন


এরআগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর গাড়িতে ১০ থেকে ১২ জন সন্ত্রাসী গাজীপুর এলাকায় হামলা করেছে বলে জানান এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

পোস্টে সারজিস আলম লেখেন, হাসনাতের গাড়িতে ১০ থেকে ১২ জন সন্ত্রাসী গাজীপুর এলাকায় হামলা করেছে। গাড়ির গ্লাস ভেঙে গিয়েছে, হাত রক্তাক্ত হয়েছে। আশেপাশে যারা আছেন হাসনাতকে প্রটেক্ট করুন। ‌লোকেশন দিচ্ছি।

আরও পড়ুন

হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলা চালালো কারা?


বিজ্ঞাপন


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সন্ধ্যায় বাসন থানার বাসন সড়ক এলাকায় এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর গাড়িতে ১০ থেকে ১২ জন সন্ত্রাসী হামলা চালায়। এতে গাড়ির গ্লাস ভেঙে যায় এবং হাসনাতের হাত রক্তাক্ত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরে হাসনাত আব্দুল্লাহ তার গাড়ি নিয়ে ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির সামনে কিছু সময় অতিবাহিত করে ঢাকার উদ্দেশে রওনা হন।

জামায়াত আমির পোস্টে লেখেন, গাজীপুরে হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলার নিন্দা জানাই। হাসনাত আব্দুল্লাহর ওপর যে বা যারা হামলা করেছে এটা কাপুরুষোচিত। প্রতিবাদী কণ্ঠকে কখনো হামলা করে থামানো যায় না।

বিইউ/এফএ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর