সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

৪ দাবিতে সোহরাওয়ার্দী উদ্যানে জড়ো হচ্ছেন হেফাজতের নেতাকর্মীরা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৩ মে ২০২৫, ০৮:৪৩ এএম

শেয়ার করুন:

৪ দাবিতে সোহরাওয়ার্দী উদ্যানে জড়ো হচ্ছেন হেফাজতের নেতাকর্মীরা

নারী অধিকার সংস্কার বিষয়ক কমিশনের প্রস্তাব বাতিল এবং শাপলা ট্রাজেডিসহ আওয়ামী লীগ সরকারের আমলে সংঘটিত সকল গণহত্যার বিচারের দাবিতে আজ মহাসমাবেশ করবে হেফাজতে ইসলাম বাংলাদেশ।

এই সমাবেশের জন্য রাজধানী ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে একটি বড় মঞ্চ স্থাপন করা হয়েছে। কর্মসূচিটি সকাল ৯টা থেকে শুরু হয়ে দুপুর ১টা পর্যন্ত চলবে বলে জানিয়েছে সংগঠনটি।


বিজ্ঞাপন


শনিবার (৩ মে) ফজর নামাজের পর থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে হেফাজতে ইসলামের নেতাকর্মীরা সমাবেশস্থলে আসা শুরু করেন। সকাল ৮টার মধ্যেই সোহরাওয়ার্দী উদ্যানে লোকারণ্য হয়ে যায়।

গতকাল শুক্রবার বিকেলে হেফাজতে ইসলামের শীর্ষ নেতারা সমাবেশস্থল ও মঞ্চ পরিদর্শন করেন। এ সময় তারা দেশবাসীকে শান্তিপূর্ণভাবে সমাবেশে অংশগ্রহণের আহ্বান জানান।

সংগঠনের পক্ষ থেকে ঢাকার বাইরের নেতাকর্মীদের জন্য তিনটি নির্দিষ্ট স্থানে একত্রিত হয়ে সমাবেশস্থলে আসার নির্দেশনা দেওয়া হয়েছে।

এই মহাসমাবেশের মাধ্যমে নারীবিষয়ক সংস্কার কমিশনের কোরআন-সুন্নাহবিরোধী প্রতিবেদনসহ কমিশন বাতিল, সংবিধানে আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস পুনর্বহাল, আওয়ামী ফ্যাসিবাদের আমলে করা সব মিথ্যা মামলা প্রত্যাহার- ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে সংঘটিত গণহত্যাসহ সব হত্যার বিচার এবং ফিলিস্তিন ও ভারতে মুসলিম গণহত্যা ও নিপীড়ন বন্ধের দাবি তুলে ধরবে।


বিজ্ঞাপন


এই চার দফা দাবি নিয়ে সংগঠনটির নেতারা দেশের গুরুত্বপূর্ণ জেলার মাদরাসাগুলোতে সফর করেছেন।

১২ বছর আগে ২০১৩ সালের পাঁচই মে ঢাকার শাপলা চত্বর এলাকায় মহাসমাবেশ করে প্রথম আলোচনায় উঠে এসেছিল হেফাজতে ইসলাম।

/এএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর