সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

‘আ.লীগ বাংলাদেশে আর রাজনীতি করতে পারবে না এই সিদ্ধান্ত হয়ে গেছে’

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০২ মে ২০২৫, ০৫:০৩ পিএম

শেয়ার করুন:

আওয়ামী লীগ বাংলাদেশে আর রাজনীতি করতে পারবে না: মশিউর রহমান

আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ ও দলটির বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ শুরু করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। সমাবেশে এনসিপির কেন্দ্রীয় নেতা মশিউর রহমান বলেছেন, আওয়ামী লীগ বাংলাদেশে আর রাজনীতি করতে পারবে না; এই সিদ্ধান্ত গত ৫ আগস্ট হয়ে গেছে।

শুক্রবার (২ মে) বিকেল ৩টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেইটে এই সমাবেশ শুরু হয়। সমাবেশে ফ্যাসিস্ট শেখ হাসিনা ও তার দলীয় বিচার এবং দলের নিষিদ্ধের দাবিতে মূল বক্তব্য দেবেন এনসিপির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম।


বিজ্ঞাপন


সমাবেশে কেন্দ্রীয় নেতা আবু সাঈদ মুসা বলেন, আওয়ামী লীগ মাঠে নামার চেষ্টা করলে এনসিপি তাদের রাজপথে মোকাবিলা করবে।

কেন্দ্রীয় নেতা জয়নাল আবেদিন শিশির বলেন, দল হিসেবে আওয়ামী লীগ এবং খুনি হাসিনা ও তার দোসরদের বিচার অবশ্যই হতে হবে। এই দাবি আদায়ে এনসিপি মাঠে আছে, থাকবে।

গণহত্যার দায়ে আওয়ামী লীগের দলগত বিচার, নিবন্ধন বাতিল ও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে নতুন গঠিত জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশের মিছিলে 
দলে দলে যোগ দিচ্ছেন নেতাকর্মীরা। এই আয়োজন কেন্দ্র করে জাতীয় মসজিদ বায়তুল মোকাররম মসজিদের আশপাশের এলাকায় অনেক লোক সমাগম দেখা গেছে। ঢাকা মহানগরী,  বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীরা একে একে জড়ো হচ্ছেন সমাবেশ স্থলে। এছাড়া বিভিন্ন শ্রেণিপেশার মানুষও যোগ দিয়েছেন এনসিপির সমাবেশে। 

ইতোমধ্যে সমাবেশের মঞ্চে কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত হয়েছেন।


বিজ্ঞাপন


এমআর/এফএ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর