সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

শ্রমিক দলের ব্যানার ফেস্টুনে ছেয়ে গেছে নয়াপল্টন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০১ মে ২০২৫, ০৪:৫৬ পিএম

শেয়ার করুন:

শ্রমিক দলের ব্যানার ফেস্টুনে ছেয়ে গেছে নয়াপল্টন

বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সমাবেশে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের বিভিন্ন বাণীতে ছেয়ে গেছে বিএনপির নয়াপল্টনস্থ কার্যালয় ও তার আশেপাশের এলাকা।

বৃহস্পতিবার (১ মে) আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে দুপুর ২টা ৩০ মিনিটে শ্রমিক দলের সমাবেশ শুরু হয়।


বিজ্ঞাপন


সমাবেশ প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এছাড়া দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ মহানগর ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন।

সমাবেশ ঘিরে নয়াপল্টন, কাকরাইল, ফকিরাপুল ও শান্তিনগর এলাকা বিভিন্ন স্লোগান ও বাণী সম্বলিত ব্যানার-ফেস্টুনে ছেয়ে গেছে। একটি ব্যানারে বেগম খালেদা জিয়ার উদ্ধৃতি দিয়ে লেখা হয়, ‘আমি একজন শ্রমিকের স্ত্রী, এই পরিচয়ে আমি সম্মান বোধ করি।’ অপর ব্যানারে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উদ্ধৃতি দিয়ে লেখা, ‘আমি একজন শ্রমিক এবং এই পরিচয়ে আমি গর্বিত।’ এছাড়া তারেক রহমানের উদ্ধৃতি দিয়ে একটি ব্যানারে লেখা, ‘উন্নয়নের কারিগর শ্রমজীবী মানুষের ভাগ্যের উন্নয়ন আমার লক্ষ্য।’

এছাড়া বিভিন্ন ইউনিটের নেতা-কর্মীরা বিভিন্ন দাবি সম্বলিত লেখা ফেস্টুন নিয়ে সমাবেশে উপস্থিত হয়।

এমআর/এমএইচটি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর