সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

কক্সবাজারের সাবেক এমপি জাফর ঢাকায় গ্রেফতার

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২৭ এপ্রিল ২০২৫, ০৪:২৬ পিএম

শেয়ার করুন:

কক্সবাজারের সাবেক এমপি জাফর ঢাকায় গ্রেফতার
সাবেক এমপি জাফর আলম। ছবি: সংগৃহীত

কক্সবাজার-১ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) আওয়ামী লীগ নেতা মো. জাফর আলমকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (২৭ এপ্রিল) বিকেলে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে তাকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ-ডিবি।


বিজ্ঞাপন


বিষয়টি ঢাকা মেইলকে নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া বিভাগের ডিসি মোহাম্মদ তালেবুর রহমান।

চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাফর আলম ২০১৮ সালে নৌকা প্রতীকে প্রথম বার সংসদ সদস্য নির্বাচিত হন। তবে নানা বিতর্কিত কর্মকাণ্ডের কারণে ২০২৪ সালের নির্বাচনে তিনি আওয়ামী লীগের মনোনয়ন পাননি। পরে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করে পরাজিত হন। এর কিছু দিন পর তিনি চকরিয়া উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচন করে সেখানেও পরাজিত হন। 

আরও পড়ুন

সম্পদের হিসাব দিতে স্ত্রী-সন্তানসহ দুদকে এমপি জাফর

এর আগে জাফর আলম ২০০৫ সালে চকরিয়া পৌরসভার মেয়র নির্বাচিত হন। ২০১৪ সালে উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হন। 


বিজ্ঞাপন


এমআইকে/জেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর