সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

কী আলোচনা হলো বাম ঘরানার শীর্ষ নেতাদের সঙ্গে বিএনপির বৈঠকে?

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২০ এপ্রিল ২০২৫, ০৯:৫৬ পিএম

শেয়ার করুন:

কী আলোচনা হলো বাম ঘরোনার শীর্ষ নেতাদের সঙ্গে বিএনপির বৈঠকে?

আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বৃহত্তর রাজনৈতিক ঐক্য গঠনের উদ্যোগ নিয়েছে বিএনপি। এই প্রক্রিয়ার অংশ হিসেবে সিপিবি ও বাসদের শীর্ষ নেতাদের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠকে অংশ নিয়েছে দলটি। অনানুষ্ঠানিক বৈঠক হলেও এতে চলমান সংস্কার প্রস্তাব, অন্তর্বর্তীকালীন সরকারের কর্মকাণ্ড, আগামী নির্বাচনসহ বেশ কিছু বিষয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে।

রোববার (২০ এপ্রিল) বিকেল ৪টা থেকে ৫টা পর্যন্ত বনানী হোটেল সেরিনায় এই বৈঠক চলে। তবে হঠাৎ এই বৈঠক নিয়ে নানা আলোচনা চলছে। বিশেষ করে নির্বাচনকে সামনে রেখে বিএনপি বৃহত্তর ঐক্য গড়ার উদ্যোগ নিয়েছে তারই অংশ হিসেবে সামনে বামজোটের সঙ্গে বৈঠক হবে কিনা সে বিষয়েও আলোচনা চলছে।


বিজ্ঞাপন


বাম জোটের পক্ষে বৈঠকে অংশ নেন সিপিবির সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ এবং কেন্দ্রীয় নেতা রাজেকুজ্জামান রতন।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, ‘এটি প্রথম অনানুষ্ঠানিক বৈঠক। আপাতত আলাপ-আলোচনার পর্যায়ে আছে।’

বিএনপি লিয়াঁজো কমিটি নেতৃত্বে বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, ইকবাল হাসান মাহমুদ টুকু, বিএনপি ভাইস-চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু বৈঠকে অংশ নেন।

বৈঠকের বিষয়ে জানতে চাইলে সিপিবির সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম ঢাকা মেইলকে বলেন, এটা অনানুষ্ঠানিক বৈঠক ছিল। মাঝেমধ্যে তো কোথাও না কোথাও আমাদের দেখা হয়। আজকে একত্রে সবাই বসেছিলাম। স্বাভাবিকভাবেই নির্বাচন, সংস্কার প্রস্তাব, রাজনীতিবিদদের নিয়ে যে বদনাম আছে সেসব বিষয়ও কথাবার্তায় উঠে এসেছে।


বিজ্ঞাপন


তিনি বলেন, নির্বাচন নিয়ে আলোচনায় আমরা বলেছি চাইলে ডিসেম্বরের আগেও ভোট করা যায়। তবে সংস্কারের কথা বলে এটা পেছানোর সুযোগ নেই। কিন্তু সংস্কারও জরুরি। সেক্ষেত্রে একটি সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করতে হবে অর্থাৎ প্রহসনের নির্বাচন যাতে না হয় সেটা আগে নিশ্চিত করতে হবে। আমরা মনে করি ভালো নির্বাচন করার জন্য যেসব সংস্কার করতে হবে সেগুলো আগে করতে হবে। এসব ক্ষেত্রে বিএনপির সঙ্গে খুব একটা দ্বিমত আমাদের নেই।

আবারও বৈঠক হতে পারে- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এটাও আলোচনা হয়েছে। বামজোটের সঙ্গে বৈঠক হতে পারে। কারণ আমরা সত্যিকারের সংস্কার চাই। রাজনীবিদদের অনেক বদনাম আছে। সংস্কারের মধ্য দিয়ে আমরা মানুষকে জানাতে চাই আগের সিপিবি কিংবা আগের বিএনপি নেই, আমার আগের চেয়ে ভালো। আমাদের মধ্যে বারবার বৈঠক হতে পারে এ ব্যাপারে সবাই মত দিয়েছেন।

বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি শাহ আলম বলেন, ১৫ বছরের ক্ষোভ ৫ আগস্টে মানুষ প্রকাশ করেছে। সেখানে মানুষের মূল আকাঙ্ক্ষা ছিল ভোট দিতে পারে নাই। ১৪, ১৮ এবং ২৪ সালে। মানুষ চায় গণতন্ত্র এবং ভোটাধিকার। এখন যারা সংস্কারের নামে নির্বাচন দেরি করিয়ে গণপরিষদ নির্বাচন বা অন্য যেগুলো আনছে, তারা এন্টি ডেমোক্রেটিক ফোর্স। হাসিনাও এন্টি ডেমোক্রেটিক ফোর্স, এরাও সেই জায়গাটাতে গিয়ে দেশটাকে অন্যদিকে নিয়ে যেতে চাচ্ছে। এটা দেশের জন্য মঙ্গল হবে না। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য মঙ্গল হবে না। এটা চলতে থাকলে যারা দেশি-বিদেশি ষড়যন্ত্রকারীরা সুযোগ নেবে।

সিপিবি’র সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেন, রাজনীতিতে আমরা একটা নতুন সংস্কৃতি গড়ে তুলতে চাই। রাজনীতিবিদদের মধ্যে দেখা সাক্ষাৎ হওয়া, অনেকদিন ধরেই বন্ধ ছিল। সেটা ভেঙে ফেলা দরকার। একইসঙ্গে গণতান্ত্রিক ধারায় কিভাবে দেশকে এগিয়ে নেওয়া যায় সেই কাজটি করা দরকার।

তিনি বলেন, আমরা জোটগতভাবে অনেক আগে থেকেই বলে এসেছি, বাংলাদেশে জরুরিভাবে একটি নির্বাচিত সরকার দরকার। কারণ অনির্বাচিত সরকারের ক্ষমতা দীর্ঘায়িত হলে, সংকট আরো ঘনীভূত হবে। আমরা অনেকদিন ধরেই বলে আসছি ডিসেম্বর কেন? ডিসেম্বরের অনেক আগেই সুষ্ঠু ও গ্রহণযোগ্য অবাধ নির্বাচনের জন্য যা যা সংস্কার করা দরকার সেটা করে নির্বাচন করা সম্ভব। আমাদের দলগুলো এবং বামপন্থীরা এটা অনেকদিন ধরেই বলে আসছে। বিএনপি সাধারণভাবে বলেছে ডিসেম্বরের মধ্যে নির্বাচন। বরঞ্চ আমরা মনে করি, ডিসেম্বরের আগেই বাংলাদেশের নির্বাচন হওয়া সম্ভব। সেটা করার জন্য জরুরিভাবে আগানো দরকার। আমাদের গণতান্ত্রিক ধারায় এগিয়ে যাওয়াটা দরকার বলে মনে করি।

বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশিদ ফিরোজ বলেন, আজকে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, এবং বাংলাদেশ দলের সমাজতান্ত্রিক দলের নেতৃবৃন্দের সাথে বিএনপির নেতৃবৃন্দের একটি অনানুষ্ঠানিক সভা হয়েছে। বর্তমান রাজনৈতিক পরিস্থিতি তারা কিভাবে দেখছে আমরা কিভাবে দেখছি সেটা নিয়ে আলোচনা হয়েছে।

বিইউ/এএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর