সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

নির্বাচন আদায়ে আন্দোলনের প্রয়োজন দেখছে না বিএনপি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯ এপ্রিল ২০২৫, ০৫:৫৩ পিএম

শেয়ার করুন:

নির্বাচন আদায়ে আন্দোলনের প্রয়োজন দেখছে না বিএনপি
সাংবাদিকদের ব্রিফ করেন নজরুল ইসলাম খান। ছবি: সংগৃহীত

প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করে নির্বাচনের রোডম্যাপ চেয়েও পায়নি দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপি। এতে হতাশ দলটি আন্দোলনে নামতে পারে বলে সংবাদ প্রকাশিত হয়েছে। তবে সেই সম্ভাবনা নাকচ করে দিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ও লিয়াজোঁ কমিটির প্রধান নজরুল ইসলাম খান। তিনি জানিয়েছেন, এই সরকারকে তারাই ক্ষমতায় বসিয়েছেন। এজন্য আন্দোলনের কোনো প্রয়োজন তারা দেখছেন না।

শনিবার (১৯ এপ্রিল) বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে ১২ দলীয় জোটের নেতাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেন।


বিজ্ঞাপন


এর আগে বিকেল সোয়া তিনটার দিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে অন্তর্বর্তী সরকারের সঙ্গে আলোচনার সূত্র ধরে ১২ দলীয় জোটের সঙ্গে বৈঠকে বসে বিএনপি। দলটির পক্ষ থেকে লিয়াঁজো কমিটির সদস্য নজরুল ইসলাম খান এবং স্থায়ী কমিটির আরেক সদস্য বেগম সেলিমা রহমান উপস্থিত ছিলেন।

১২ দলীয় জোটের শরিকদের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির চেয়ারম্যান মোস্তফা জামান হায়দার, বাংলাদেশ এলডিপির চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম, বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা, জমিয়তে উলামায়ে ইসলামের (একাংশ) মহাসচিব গোলাম মহিউদ্দীন ইকরাম প্রমুখ।

আরও পড়ুন

ডিসেম্বর-ফেব্রুয়ারির মধ্যে না হলে ঝুলে যেতে পারে নির্বাচন!

বৈঠক প্রসঙ্গে নজরুল ইসলাম খান বলেন, আমরা অনেক বছর ধরে একসঙ্গে কাজ করছি। রাজনৈতিকভাবে আমরা অত্যন্ত ঘনিষ্ঠ। এজন্য ১২ দলীয় জোটের শীর্ষ নেতাদের সঙ্গে আলোচনায় বসেছিলাম। আপনারা জানেন, কয়েক দিন আগে প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির আলোচনা হয়েছে। সেই আলোচনার বিষয়বস্তু নিয়েই আজ মতবিনিময করেছি। সহযোগী হিসেবে তাদের জানার অধিকার আছে। আমাদেরও দায়িত্ব তা জানানো।


বিজ্ঞাপন


বিএনপি নেতা বলেন, অনেক বিষয়ে আমরা একমত হয়েছি। এ ব্যাপারে যেহেতু আরও দল ও জোটের সঙ্গে আলোচনা হবে, সব মিলিয়ে আমরা বিএনপির পক্ষ থেকে বলব।

BNP1
১২ দলীয় জোটের সঙ্গে বিএনপির বৈঠক। ছবি: সংগৃহীত

নির্বাচন আদায়ে আন্দোলন প্রসঙ্গে নজরুল ইসলাম খান বলেন, এই সরকারকে তো আমরাই বসিয়েছি। সুতরাং এই সরকারের বিরুদ্ধে আন্দোলনের কোনো প্রয়োজন হবে বলে মনে করি না।

ডিসেম্বরের মধ্যে নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, আমাদের সঙ্গে আলোচনায় এই সরকার স্পষ্টভাবে জানিয়েছিল ডিসেম্বরের মধ্যেই নির্বাচন। কয়েক দিন আগে পত্রিকায়ও এসেছিল এই কথা। যদিও খানিক্ষণ পরে তা বদলে যায়। তারাও বলেছেন, এমন না যে ডিসেম্বরে হবে না, ডিসেম্বরেও হতেও পারে। তারা ডিসেম্বর থেকে জুন পর্যন্ত সময় নিয়েছেন।

আরও পড়ুন

ইতিহাসে ‘সেরা নির্বাচন’ করার আশ্বাস প্রধান উপদেষ্টার

বৈঠকের সিদ্ধান্ত প্রসঙ্গে নজরুল ইসলাম বলেন, ফ্যাসিবাদী যে দলটি (আওয়ামী লীগ) এবং তাদের যারা সহযোগী, এদেশের সব প্রতিষ্ঠান ধ্বংস করেছে, তারা মানবতাবিরোধী অপরাধ করেছে, তাদের দ্রুত বিচারের সিদ্ধান্তে আমরা একমত হয়েছি। আর সরকার থেকে ফ্যাসিবাদের দোসরদের অপসারণ করা। আরও অনেক কিছু আলোচনা করেছি। আমরা মাত্র একটি জোটের সঙ্গে আলোচনা করলাম। আরও অনেক দলের সঙ্গে আলোচনা হবে। ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে যারাই ছিলেন সবার সঙ্গে আমরা আলোচনায় বসব।

‘এক দলকে বাদ দিয়ে আরেক দলকে ক্ষমতায় বসানোর জন্য গণভ্যুত্থান হয়নি’ জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামের এমন বক্তব্য প্রসঙ্গে দৃষ্টি আকর্ষণ করা হলে নজরুল ইসলাম খান বলেন, তারা কি চায় একটি দল না অন্য কেউ আসবে? তারা এর দ্বারা কী বোঝাতে চায়?

জেবি

 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর