সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

আত্মপ্রকাশ করেই নিবন্ধন আবেদনের সময় তিন মাস বাড়ানোর দাবি বিএজিপির

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭ এপ্রিল ২০২৫, ০৫:০৭ পিএম

শেয়ার করুন:

আত্মপ্রকাশ করেই নিবন্ধন আবেদনের সময় তিন মাস বাড়ানোর দাবি বিএজিপি’র

নতুন দল হিসেবে আত্মপ্রকাশের পর নিবন্ধনের জন্য আরও ৯০ দিন সময় বাড়াতে নির্বাচন কমিশনে আবেদন করেছে বাংলাদেশ আম জনতা পার্টি—বিএজিপি।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দলটির সদস্য সচিব ফাতিমা তাসনিমের নেতৃত্বে একটি প্রতিনিধি দল ইসি সচিব বরাবর চিঠি দিয়েছে।


বিজ্ঞাপন


দলের সচিব বলেন, নিবন্ধন আবেদনের সময়সীমা তিন মাস বাড়ানোর দাবি জানিয়ে ইসি সচিবের কাছে দেওয়া চিঠি ডেসপ্যাচে জমা দিয়েছি। ২০ এপ্রিল শেষ হচ্ছে আবেদনের সময়। বাস্তবতা বিবেচনা করে এ সময়সীমা ৯০ দিন বাড়াতে আমরা আবেদন করেছি।

এদিকে দলটিকে নিবন্ধন না দেওয়ার দাবি নিয়ে নির্বাচন কমিশন ভবনের সামনে মানববন্ধন করছেন ডেসটিনির ক্ষতিগ্রস্ত বিনিয়োগকাররী।

আরও পড়ুন-

ডেসটিনির রফিকুল আমীনের নেতৃত্বে নতুন দল ‘আ-আম জনতা পার্টি’

ভুক্তভোগীরা বলেন, ডেসটিনির টাকা লুটপাট নিজেকে বাঁচাতে এখন রাজনৈতিক দল গঠন করেছে ডেসটিনির মালিক রফিকুল আমীন। এর তীব্র নিন্দা ও প্রতিবাদ আমরা করছি। আগে আমাদের টাকা ফেরত দিতে হবে তারপর অন্যকিছু।


বিজ্ঞাপন


এমএইচএইচ/ইএ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর