বাংলাদেশে সফররত যুক্তরাষ্ট্র দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক উপ-সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিকোল চুলিকের সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন বিএনপি, জামায়াত ও জাতীয় নাগরিক পার্টির নেতারা।
বুধবার (১৬ এপ্রিল) জামায়াতের সঙ্গে প্রথম বৈঠক অনুষ্ঠিত হবে। এজন্য সময় নির্ধারণ করা হয়েছে দুপুর সোয়া ২টা। একঘণ্টার বৈঠক শেষে সোয়া ৩টায় জাতীয় নাগরিক পার্টির সঙ্গে বৈঠক করবেন। সবশেষ সোয়া ৪টায় বিএনপির সঙ্গে বৈঠক করবেন মার্কিন যুক্তরাষ্ট্রের উপ-সহকারী পররাষ্ট্রমন্ত্রী।
বিজ্ঞাপন
আজ গুলশান ২ নম্বরে মার্কিন ডেপুটি হেড অব মিশনের বাসভবনে বৈঠক অনুষ্ঠিত হবে।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বৈঠকে অংশ নেবেন বিএনপি স্থায়ী কমিটি ও চেয়ারপারসন ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটি সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, বিএনপি সাংগঠনিক সম্পাদক ও চেয়ারপারসন পররাষ্ট্রনীতি বিষয়ক বিশেষ সহযোগী উপদেষ্টা কমিটি সদস্য শামা ওবায়েদ অংশ নেবেন।
বিইউ/এএস