বিএনপির ক্ষমতায় যাওয়া ঠেকাতে সবাই ব্যস্ত হলেও ফিলিস্তিনের পক্ষে ব্যস্ত নয় বলে মন্তব্য করেন দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) বিকেলে হাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদ ও নির্যাতিত ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে বিএনপি আয়োজিত র্যালিতে অংশ নিয়ে এমন মন্তব্য করেন তিনি।
বিজ্ঞাপন
মুসলিম বিশ্বের দ্বিধাবিভক্তির কারণে ফিলিস্তিনিদের ওপর নির্যাতন চলছে অভিযোগ করে গয়েশ্বর চন্দ্র বলেন, ‘ভারতের সঙ্গে ইসরায়েলের আনুষ্ঠানিক সম্পর্ক রয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গেও রয়েছে।’
বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, ‘বিএনপি সবসময় ন্যায়ের পক্ষে, মানবতার পক্ষে। ফিলিস্তিন সম্পর্কে অন্তর্বর্তী সরকারের এখনও আলাপ পাইনি। অনেক সুশীল রয়েছে, তাদের সাড়া মিলছে না।’
বিকেল চারটার পর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে র্যালিটি শুরু হয়। এতে ঢাকার দুই মহানগরের বিএনপি ও অঙ্গ সংগঠনের বিপুল নেতাকর্মী অংশ নেন।
বিজ্ঞাপন
র্যালিটি নয়াপল্টন থেকে শুরু হয়ে কাকরাইল, শান্তিনগর, মালিবাগ মোড়, মৌচাক ও মগবাজার হয়ে বাংলামোটরে গিয়ে শেষ হয়।
ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর বিএনপির নেতাকর্মীরা র্যালিতে হাতে ফিলিস্তিনের পতাকা, মাথায় ফিতা বাঁধা ও নানা রকম প্রতিবাদী প্ল্যাকার্ড নিয়ে ‘গাজা হত্যাযজ্ঞ বন্ধ করো’, ‘ফিলিস্তিনের পক্ষে, বর্বরতার বিরুদ্ধে’সহ বিভিন্ন স্লোগান দেন।
এমআর