মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

হেফাজত-এনসিপি বৈঠক, আ.লীগের বিচারে ঐকমত্য

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯ এপ্রিল ২০২৫, ০৫:৫৯ পিএম

শেয়ার করুন:

হেফাজত-এনসিপি বৈঠক, আ.লীগের বিচারে ঐকমত্য
এনসিপি কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। ছবি: সংগৃহীত

তরুণদের নেতৃত্বে নবগঠিত জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সঙ্গে বৈঠক করেছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের নেতারা। সেখানে দুই দলের মধ্যে বেশ কিছু বিষয়ে ঐকমত্য হয়েছে। এর মধ্যে ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের বিচার ও দলটির নিবন্ধন বাতিলের ব্যাপারে ঐকমত্য হয়েছেন উভয় দলের নেতারা।  

বুধবার (৯ এপ্রিল) বেলা ১১টায় জাতীয় নাগরিক পার্টির কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।


বিজ্ঞাপন


সভায় হেফাজতের মহাসচিব মাওলানা সাজিদুর রহমানের নেতৃত্বে প্রতিনিধি দল ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে  প্রতিনিধি দল অংশগ্রহণ করে।

মতবিনিময়ে দেশে গণহত্যা, সন্ত্রাস ও মানবতাবিরোধী অপরাধে আওয়ামী লীগের বিচার, সংস্কার ও বিরোধী রাজনৈতিক দলগুলোর মামলা মোকদ্দমা প্রত্যাহার নিয়ে আলোচনা হয়। 

আরও পড়ুন

বিএনপিকে দেওয়া ৮ দফায় কী বলেছে হেফাজত?

মতবিনিময়ে আওয়ামী লীগের বিচারসহ কয়েকটি বিষয়ে একমত হয় হেফাজত ও এনসিপি। হেফাজতের দাবি হলো, সংবিধানে মহান আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস পুনঃস্থাপন এবং বহুত্ববাদ বাদ দিতে হবে। গণহত্যার দায়ে দল হিসেবে আওয়ামী লীগের বিচার করতে হবে। বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের নিবন্ধন বাতিল এবং রাজনৈতিক ও সাংগঠনিক কার্যক্রম স্থগিত রাখতে হবে।


বিজ্ঞাপন


এছাড়া নির্বাচনের আগেই আওয়ামী লীগের বিচারের পদক্ষেপ দৃশ্যমান করতে হবে। আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করতে হবে। 

NCP2

এছাড়া মতবিনিময়ে সমসাময়িক রাজনৈতিক ও চলমান সংস্কার বিষয়ে আলোচনা হয়। ফ্যাসিবাদের সময়ে হেফাজতে ইসলাম ও অন্য দলগুলোর বিরুদ্ধে আওয়ামী লীগের মিথ্যা হয়রানিমূলক ও রাজনৈতিক প্রতিহিংসার মামলাগুলো দ্রুত প্রত্যাহার ও নিষ্পত্তি বিষয়ে একমত পোষণ করেন। সংস্কার নিয়ে পারস্পরিক প্রস্তাবনাগুলো উত্থাপন করা হয়।

আরও পড়ুন

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি নিয়ে কী বলছে দলগুলো

মতবিনিময়ে হেফাজতের নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন মহাসচিব আল্লামা সাজিদুর রহমান, নায়েবে আমির ড. আহমদ আব্দুল কাদের, মাওলানা মহিউদ্দিন রব্বানী, মাওলানা আহমদ আলী কাসেমী, সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা জুনায়েদ আল হাবিব, যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক, মাওলানা আজিজুল হক ইসলামাবাদী।

জাতীয় নাগরিক পার্টির নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন আহ্বায়ক নাহিদ ইসলাম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব, যুগ্ম আহ্বায়ক

আশরাফ উদ্দীন মাহদী, সদস্য সচিব আখতার হোসেন, মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, মুখ্য সংগঠক সারজিস আলম, সংগঠক মাওলানা সানাউল্লাহ খান, সংগঠক রফিকুল ইসলাম আইনি প্রমূখ।

জেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর