বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু হঠাৎ অসুস্থ হয়ে কুমিল্লা একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসা নিয়েছিলেন। সেখানকার হাসপাতালে সিসিইউতে রাখা হলেও পরে তাকে ঢাকায় নিয়ে আসা হয়েছে।
সোমবার (৭ এপ্রিল) তাকে ঢাকার বক্ষব্যাধি হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
বিজ্ঞাপন
এর আগে, রোববার (৬ এপ্রিল) রাত ৮টায় নোয়াখালী থেকে ঢাকা ফেরার পথে কুমিল্লা লাকসাম যাওয়ার পর অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে রাত ৯টার দিকে কুমিল্লা মুন হসপিটালে ভর্তি করা হয়।
শায়রুল কবির জানান, বরকত উল্লাহ বুলু রোববার গ্রামের বাড়ি থেকে আসার পথে রাস্তায় বমি হয়, ব্লাড প্রেশার বৃদ্ধি পায়। পরে দ্রুত কুমিল্লা মুন হাসপাতালে নেওয়ার পর ভর্তি করা হয়েছিল। সোমবার সকালে মহাখালী বক্ষব্যাধি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পরিবার ও দলের পক্ষ থেকে দেশবাসীর কাছে তার সুস্থতার জন্য দোয়া চাওয়া হয়েছে বলে জানিয়েছেন শায়রুল কবির খান।
বিইউ/এমএইচটি