রোববার, ৬ এপ্রিল, ২০২৫, ঢাকা

আ.লীগের রাজনীতি নিষিদ্ধের প্রশ্নে অবস্থান জানাল জাপা

জেলা প্রতিনিধি, রংপুর
প্রকাশিত: ২১ মার্চ ২০২৫, ০৯:০৭ পিএম

শেয়ার করুন:

loading/img
সাংবাদিকদের সঙ্গে কথা বলেন জাপা চেয়ারম্যান। ছবি: ঢাকা মেইল

ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের জোরালো দাবির মধ্যে দেশের অন্যতম রাজনৈতিক দল জাতীয় পার্টি তাদের অবস্থান জানিয়েছে। আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হোক-এমন দাবির সঙ্গে দলটি একমত নয় বলে জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের।

শুক্রবার (২১ মার্চ) বিকেলে রংপুর নগরীর সেনপাড়ার দ্য স্কাই ভিউ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেন।


বিজ্ঞাপন


জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, আওয়ামী লীগ একটি রাজনৈতিক দল। সেই দলের মধ্যে যারা বাস করছে, তারা খারাপ হতে পারে। অন্যভাবে বলা যায়, আওয়ামী লীগ একটি গাড়ি, তার ড্রাইভার খারাপ হতে পারে, কিন্তু গাড়িটা তো খারাপ না। তাই আমরা আওয়ামী লীগ নিষিদ্ধের পক্ষে নই।

জিএম কাদের বলেন, শেখ হাসিনার ব্ল্যাকমেইলের কারণে সেই সময় মুখ বন্ধ রাখতে বাধ্য হয়েছিলাম। এখন আবারো মুখ বন্ধ রাখতে নব্য ফাসিবাদরা জাতীয় পার্টিকে ঘিরে দুর্নীতির ভুয়া তথ্য আবিষ্কার করছে। যেভাবে ২০১৪ সালে আমার দুর্নীতি বের করতে অনুসন্ধান চালানো হয়েছিল। দুটি মন্ত্রণালয়ের দায়িত্বে থাকার পরও কেউ কোনো দুর্নীতির প্রমাণ দিতে পারেনি।

সাবেক এই মন্ত্রী বলেন, বিগত সময়ের নানা কারণে পুলিশ নষ্ট হয়ে গেছে, এখন আবার সেনাবাহিনীকে নষ্ট করার চেষ্টা চলছে। যদি এভাবে পুলিশ ও সেনাবাহিনী নষ্ট হয়ে যায়, তাহলে দেশে মানুষকে কে নিরাপত্তা দেবে? এ সময় সেনাপ্রধানের পদত্যাগ চাওয়া উচিত নয় বলেও মন্তব্য করেন জিএম কাদের।

আরও পড়ুন

আ.লীগ নিষিদ্ধের দাবি এনসিপির, প্রধান উপদেষ্টার বক্তব্যের নিন্দা

লড়াইয়ের দ্বিতীয় অধ্যায়ের জন্য আমরা প্রস্তুত: সারজিস

জাপা চেয়ারম্যান বলেন, হাসিনার ফ্যাসিবাদ আমরা দেখেছি। শেখ হাসিনা বিশাল জনগোষ্ঠীকে বাদ দিয়ে নির্বাচন করেছে। এখন অন্তর্বর্তীকালীন সরকারও আমাদের বাদ দিয়ে জোর করে নির্বাচন করতে চাচ্ছে। এমনটা হলে বিগত সময়ের মতো নির্বাচনের কোনো গ্রহণযোগ্যতা থাকবে না। এতে দেশে স্থিতিশীলতা আসবে না এবং সামনের দিকে দেশ আরও সংঘাতময় দুর্যোগপূর্ণ অবস্থায় চলে যাবে। অন্তর্বর্তী সরকারের কেউ কেউ এমন কিছু কাজকর্মে উৎসাহিত করছেন যেগুলো রাজনীতির নামে অপসংস্কৃতি এবং লুটতরাজ। বিগত সরকারের মতো দুর্নীতি দমন কমিশন ও বিচার বিভাগের অপব্যবহার করা হচ্ছে।

এ সময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টি রংপুর মহানগরের সাধারণ সম্পাদক এস এম ইয়াসির, সিনিয়র সহ-সভাপতি লোকমান হোসেন, সহ-সভাপতি জাহিদুল ইসলাম, জেলা ছাত্র সমাজের আহ্বায়ক আরিফুল ইসলামসহ নেতাকর্মীরা।

প্রতিনিধি/জেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এই ক্যাটাগরির আরও খবর


News Hub