বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫, ঢাকা

ভারতে মুসলিমদের ওপর চলমান নির্যাতনে ছাত্রশিবিরের উদ্বেগ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯ মার্চ ২০২৫, ০৩:১৪ পিএম

শেয়ার করুন:

loading/img

ভারতে মুসলমানদের ওপর সাম্প্রতিক বর্বরোচিত হামলার ঘটনায় গভীর উদ্বেগ, ক্ষোভ ও নিন্দা প্রকাশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

বুধবার (১৯ মার্চ) দলটির কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল নূরুল ইসলাম সাদ্দাম এক বিবৃতিতে এ তীব্র নিন্দা জানান।


বিজ্ঞাপন


নেতৃবৃন্দ বলেন, ‘ভারতে মুসলিমদের ওপর নির্যাতন ভয়াবহ রূপ নিয়েছে, যা আমাদের গভীর উদ্বেগের কারণ। সম্প্রতি লাউডস্পিকারে আজান দেওয়ার অভিযোগে এক ইমামের বিরুদ্ধে মামলা করা হয়েছে, হোলির অজুহাতে মুসলিমদের নামাজ আদায়ে বাধা দেওয়া হয়েছে এবং নামাজরত মুসল্লিদের ওপর সরাসরি হামলা চালানো হয়েছে!

ছাত্রশিবিরের নেতৃবৃন্দ বলেন, ‘আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্যমতে, একদল উগ্র হিন্দুত্ববাদী মসজিদের সামনে জড়ো হয়ে নামাজ শেষে বের হওয়া মুসল্লিদের মারধর করে ও ‘জয় শ্রী রাম’ স্লোগান দেয়। হামলাকারীদের হাতে ছিল মদের বোতল, যা দিয়ে তারা মুসল্লিদের উত্ত্যক্ত করে। এ ছাড়াও রোজাদার মুসলিমদের জোরপূর্বক হোলির রং মাখানো, প্রতিবাদ করলে তাদের মারধর করা এবং নারী ও শিশুদের ওপর হামলার মতো ঘটনা ঘটেছে। তাছাড়া সোমবার (১৮ মার্চ) দুপুরে মুসলিম ঐতিহ্য মুঘল সম্রাট আওরঙ্গজেবের কবর সরিয়ে দেওয়ার দাবিতে হিন্দুত্ববাদী সংগঠন বজরং দল নাগপুরের মহাল এলাকায় মুসলিমদের ওপর ব্যাপক হামলা ও নির্যাতন চালায়। এসব সাম্প্রদায়িক আক্রমণ ভারতের ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তাহীনতার স্পষ্ট প্রমাণ।’

নেতৃবৃন্দ আরও বলেন, ‘প্রতিবেশী দেশের সংখ্যালঘুদের অধিকার নিয়ে ক্রমাগত নীতিবাক্য শোনানো ভারত নিজ দেশকে সংখ্যালঘুদের জন্য এক ভয়াবহ নিপীড়নস্থলে পরিণত করেছে। ২০১৫-২০১৮ সালে গরুর মাংস খাওয়ার অভিযোগে ৪৪ জন মুসলিমকে হত্যা, ২০২০ সালে দিল্লি দাঙ্গায় মুসলমানদের বাড়িঘর পুড়িয়ে দেওয়া, ২০২২ সালে কর্ণাটকে হিজাব নিষিদ্ধ করা, ২০২৩ সালে মুসলিমদের শত শত ঘরবাড়ি বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া —এমন অব্যাহত নিপীড়নের ফলে ভারতে সংখ্যালঘু মুসলিমদের অস্তিত্ব আজ হুমকির মুখে।’

নেতৃবৃন্দ বলেন, ‘কোনো ধর্মই কখনো সহিংসতাকে সমর্থন করে না। কিন্তু হিন্দুত্ববাদী সংগঠন আরএসএস ও তাদের রাজনৈতিক শাখা বিজেপি ‘অখণ্ড ভারত ও রাম রাজত্ব’ প্রতিষ্ঠার স্বপ্নে সাম্প্রদায়িক দাঙ্গা ও মুসলিম নিধনের ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। সাম্প্রতিক হামলাগুলো তাদের এই গভীর ষড়যন্ত্রেরই অংশ, যা ভারতকে একটি উগ্র সাম্প্রদায়িক রাষ্ট্রে পরিণত করার নীলনকশার বাস্তবায়ন। এই নির্যাতন শুধু ভারতীয় মুসলমানদের সমস্যা নয়; এটি গোটা বিশ্বের শান্তিকামী ও ন্যায়পরায়ণ মানুষের জন্য গভীর উদ্বেগের বিষয়। আমরা ভারত সরকারের প্রতি মুসলমানদের ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করা এবং সংখ্যালঘুদের ওপর সকল নিপীড়ন বন্ধের আহ্বান জানাচ্ছি।’


বিজ্ঞাপন


এমই/এমএইচটি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর