শনিবার, ২২ মার্চ, ২০২৫, ঢাকা

ধর্ষণের বিচার নিশ্চিত করতে ট্রাইব্যুনাল গঠন করুন: বাংলাদেশ ন্যাপ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪ মার্চ ২০২৫, ০৫:৩৫ পিএম

শেয়ার করুন:

ধর্ষণের বিচার নিশ্চিত করতে ট্রাইব্যুনাল গঠন করুন: ন্যাপ

মাগুরায় ধর্ষণের শিকার ৮ বছরের শিশু আছিয়ার মৃত্যুর ঘটনায় তীব্র নিন্দা, প্রতিবাদ ও ক্ষোভ জানিয়ে নারী ও শিশু ধর্ষণ এবং নির্যাতন-নিপীড়নের বিচার দ্রুত নিশ্চিত করতে বিশেষ ট্রাইব্যুনাল গঠনের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি- বাংলাদেশ ন্যাপ।

শুক্রবার (১৪ মার্চ) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বাংলাদেশ ন্যাপ চেয়ারম্যান জেবেল রহমান গানি ও মহাসচিব এম গোলাম মোস্তফা ভূঁইয়া এই আহ্বান জানান। 


বিজ্ঞাপন


শিশু আছিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করে নেতৃদ্বয় বলেন, দীর্ঘ সময়ের বিচারহীনতার সংস্কৃতির ফলে নারীর প্রতি সহিংসতা ও ধর্ষণের মতো ঘটনা বাংলাদেশে বৃদ্ধি পাচ্ছে।

 তারা আরও বলেন, নিপীড়িত আছিয়ার ওপর চলা নির্যাতন এবং তার মৃত্যু আমাদের রাষ্ট্র ও সমাজ ব্যবস্থার জন্য চরম লজ্জাজনক। অভ্যুত্থান পরবর্তী সময়ে রাষ্ট্র গঠনের এমন গুরুত্বপূর্ণ মুহূর্তে এই নির্মম ঘটনা হতাশাজনকও বটে। বর্তমান পরিস্থিতিতে দেশের অবস্থা যেমন নাজুক হয়ে পড়েছে, তেমনি নারীর অবস্থা আরও বিপজ্জনক অবস্থায় আছে। এ অবস্থা থেকে উত্তরণের পথ একটাই, এগুলোর বিরুদ্ধে সবার সোচ্চার হওয়া।

নেতৃদ্বয় বলেন, আছিয়ার সঙ্গে যারা অন্যায় করেছে, প্রত্যেকের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। তাহলে ভবিষ্যতে আছিয়ার মতো আর কোনো শিশু ও নারীর প্রতি সহিংসতা ঘটানোর আগে তারা ভাববে। এ জন্য রাষ্ট্রের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের দৃষ্টি খুলে দিতে হবে। 

এমই/এফএ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর