রোববার, ১৬ মার্চ, ২০২৫, ঢাকা

আইন করে ধর্ষণ বন্ধ করা যাবে না: খেলাফত মজলিস

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৪ মার্চ ২০২৫, ০৩:৪৩ পিএম

শেয়ার করুন:

loading/img

বাংলাদেশ সরকার আইন করে ব্যাভিচারকে বৈধতা দিয়েছে। আইন করে ব্যাভিচারকে প্রমোট করে ধর্ষণ বন্ধ করা যাবে না বলে জানিয়েছেন খেলাফত মজলিসের নেতারা। তারা মনে করেন, ধর্ষণ যদি বন্ধ করতে হয় তবে ব্যাভিচার বন্ধ করতে হবে, অবাধ মেলামেশা বন্ধ করতে হবে।

শুক্রবার (১৪ মার্চ) জুমার নামাজের পর রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটে এক বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়। ধর্ষণরোধ ও ধর্ষকের প্রকাশ্যে শাস্তির দাবি এবং শাহবাগে পুলিশের ওপর হামলার প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল পূর্বক সমাবেশে সংগঠনটির নেতারা এসব কথা বলেন।


বিজ্ঞাপন


এসময় বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব আতাউল্লাহ আমিন বলেন, বাংলাদেশ সরকারই বলেছে নারী-পুরুষ যদি সম্মতিতে দৈহিকভাবে মিলিত হয় তবে সেটি রাষ্ট্রের চোখে অপরাধ না। আমি জিজ্ঞাসা করতে চাই  আপনারা ব্যাভিচারকে প্রমোট করবেন আর ধর্ষণ বন্ধ করার চেষ্টা করবেন তা হতে পারে না। ধর্ষণ যদি বন্ধ করতে হয় তবে ব্যাভিচার বন্ধ করতে হবে, ফ্রি মিক্সিং বা অবাধ মেলামেশা বন্ধ করতে হবে।

তিনি আরও বলেন, সরকার পর্ন সাইটগুলো বন্ধের ঘোষণা দিয়েছে। আমরা স্পষ্ট করে বলতে চাই সকল পর্ন সাইট বন্ধ করতে হবে এবং যত ধরনের অশ্লীল সিনেমা ও নাটক আছে সেগুলো বন্ধ করতে হবে। আজকে যারা পোশাক পরার স্বাধীনতার নামে বলে দেহ আমার পোশাক আমার, আমরা স্বাধীনতা মানতে রাজি না। আমাদের পরিষ্কার বক্তব্য নারী পুরুষের পোশাকের কোড থাকতে হবে। শালীন পোশাকের আইন করতে হবে। নারী পুরুষের অবাধ মেলামেশা বন্ধ করতে হবে।

এসময় বক্তারা বলেন, ধর্ষণকে প্রমোট করবেন আর ধর্ষণ বন্ধ করতে চাইবেন তা হবে না। এজন্য ধর্ষণকে উস্কানি দেয় এমন সবগুলোকে বন্ধ করতে হবে।

বক্তারা আরও বলেন, কোরআনের আইন বাস্তবায়ন হলে এ দেশে আর কোনো ধর্ষণ হবে না। ব্রিটিশদের আইন বাতিল করতে হবে। শাহবাগীরা যে আন্দোলন নিয়েই আসুক আমরা মোকাবিলা করতে প্রস্তুত আছি।


বিজ্ঞাপন


তারা আরও বলেন, আমাদের বোন আছিয়াকে যারা শহীদ করেছে, যারা মদদ দিয়েছে তাদের সকলকে ফাঁসির কাষ্ঠে ঝুলিয়ে হত্যা করতে হবে। শুধু ফাঁসি নয়, তাদেরকে প্রকাশ্যে পাথর মেরে হত্যা করতে হবে।

এসময় সংগঠনটির নায়েবে আমির শাহীনুর পাশা চৌধুরী, কোরবান আলী কাসেমী, বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব আতাউল্লাহ আমিন, সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুর রহমান হেলাল, আবুল হাসনাত জালালী, বাংলাদেশ খেলাফত মজলিসের ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মিজানুর রহমান, সহ সভাপতি শামসুল আলম প্রমুখ উপস্থিত ছিলেন।

এমআইকে/এফএ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এই ক্যাটাগরির আরও খবর

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর