শনিবার, ২২ মার্চ, ২০২৫, ঢাকা

জাতীয় ঐকমত্যে ৭ দলের মতামত, ১৬ দল চায় সময়

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪ মার্চ ২০২৫, ০৬:৫৮ এএম

শেয়ার করুন:

জাতীয় ঐকমত্যে ৭ দলের মতামত, ১৬ দল চায় সময়

জাতীয় ঐকমত্য কমিশন গত ১০ মার্চ ৩৭টি রাজনৈতিক দলের কাছে তাদের সুপারিশ সম্পর্কিত মতামত চেয়ে একটি স্প্রেডশিট পাঠিয়েছিল। কমিশনের সুপারিশের ওপর মতামত জানাতে ১৩ মার্চ পর্যন্ত সময় নির্ধারণ করা হয়েছিল। তবে বিএনপি, জামায়াতসহ বেশিরভাগ রাজনৈতিক দল এই সময়ের মধ্যে তাদের মতামত দিতে প্রস্তুত হয়নি এবং তারা আরও কিছুদিন সময় চেয়ে চিঠি পাঠিয়েছে অথবা কমিশনের সঙ্গে যোগাযোগ করেছে।

এই পর্যন্ত, ৩৭টি রাজনৈতিক দলের মধ্যে ৭টি দল তাদের মতামত জমা দিয়েছে এবং ১৬টি দল পূর্ণাঙ্গ মতামত দেওয়ার জন্য আরও কিছুদিন সময় চেয়েছে। বাকি ১৪টি দলের সঙ্গে কমিশন পুনরায় যোগাযোগ করছে। জাতীয় ঐকমত্য কমিশন জানিয়েছে— যারা সময় চেয়েছেন তারা আগামী কয়েক দিনের মধ্যে তাদের মতামত জমা দেবেন।


বিজ্ঞাপন


মতামত জমা দেওয়া সাতটি দল হলো— লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি), খেলাফত মজলিস, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, জাকের পার্টি, ভাসানী অনুসারী পরিষদ, জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম) এবং ‘আমজনতার দল’। কমিশন জানিয়েছে, এই দলগুলোর সঙ্গে আগামী মঙ্গল ও বুধবার আলাদাভাবে আলোচনা হতে পারে।

বিএনপি, জামায়াত এবং তাদের সহযোগী দলগুলো ফরমে টিক চিহ্ন দিয়ে মতামত দিতে অস্বীকৃতি জানিয়েছে। তারা জানিয়েছে, তারা বিস্তারিত ও পূর্ণাঙ্গ মতামত দিতে চায় এবং এজন্য আরও কিছুদিন সময় প্রয়োজন। বিএনপি জানিয়েছে, তারা একটি বিশদ প্রতিবেদন প্রস্তুত করছে, যা তৈরি হতে আরও কিছুদিন লাগবে। জামায়াতও সময় চেয়ে জানিয়েছে, তারা তাদের মতামত শিগগিরই জমা দেবে, তবে যেসব সুপারিশের সাথে তারা একমত, সেখানে টিক চিহ্ন দেবেন।

গণতন্ত্র মঞ্চও বৃহস্পতিবার জাতীয় ঐকমত্য কমিশনের কাছে সময় চেয়ে একটি চিঠি পাঠিয়েছে। তারা জানিয়েছে, ফরমে টিক চিহ্ন দিয়ে মতামত দেওয়ার প্রক্রিয়া তাদের কাছে গ্রহণযোগ্য নয়। তারা বলেছে— এটি রাজনৈতিক দলগুলোর অবমাননা। তারা পূর্ণাঙ্গ মতামত দিতে চায় এবং এজন্য আরও কিছু সময় প্রয়োজন।


বিজ্ঞাপন


কমিশন থেকে জানা গেছে, তাদের পাঠানো স্প্রেডশিটে রাজনৈতিক দলগুলোর মতামত দেওয়ার জন্য দুটি বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছিল। প্রথমত, প্রতিটি সুপারিশের বিষয়ে দলগুলোর মতামত জানাতে বলা হয়, যেখানে তিনটি বিকল্প ছিল— ‘একমত’, ‘একমত নই’, এবং ‘আংশিকভাবে একমত’। দ্বিতীয়ত, প্রতিটি সুপারিশের জন্য সংস্কারের সময়কাল ও বাস্তবায়নের উপায় সম্পর্কে মতামত চাওয়া হয়েছিল। ছয়টি বিকল্প ছিল, যেমন— নির্বাচনের আগে অধ্যাদেশের মাধ্যমে, নির্বাচনের আগে গণভোটের মাধ্যমে, নির্বাচনের সময় গণভোটের মাধ্যমে, ‘গণপরিষদের মাধ্যমে’, নির্বাচনের পরে সাংবিধানিক সংস্কারের মাধ্যমে, এবং গণপরিষদ ও আইনসভা হিসেবে নির্বাচিত সংসদের মাধ্যমে।

বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সাধারণ সম্পাদক সাইফুল হক জানান, তারা এখনও তাদের মতামত জমা দেয়নি এবং সময় চেয়ে চিঠি দিয়েছে। তিনি বলেন, ‘আমরা ফরমে টিক চিহ্ন দিয়ে মতামত দেব না। আমরা বিস্তারিত মতামত দেব এবং যেখানে আমাদের মতামতের সঙ্গে মিল রয়েছে, সেখানে টিক চিহ্ন দেব।’

ইসলামী আন্দোলন বাংলাদেশও কমিশনের কাছে সময় চেয়ে চিঠি দিয়েছে। তাদের যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান বলেন, ‘রমজান মাসে আমাদের ব্যস্ততা অনেক বেশি, অনেক নেতারাও দেশে নেই। আমরা একসঙ্গে বসে মতামত দিতে পারছি না, তাই কমিশনের কাছে সময় চেয়েছি।’ তিনি আরও বলেন, ঈদের পর মতামত দেওয়ার জন্য তাদের পক্ষে উপযুক্ত সময় হবে।

মতামত জমা দেওয়া সাতটি দল হলো— লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি), খেলাফত মজলিস, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, জাকের পার্টি, ভাসানী অনুসারী পরিষদ, জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম) এবং ‘আমজনতার দল’। কমিশন জানিয়েছে, এই দলগুলোর সঙ্গে আগামী মঙ্গল ও বুধবার আলাদাভাবে আলোচনা হতে পারে।

বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, ‘আমরা এখন পূর্ণাঙ্গ রিপোর্ট তৈরির কাজ করছি। রিপোর্ট প্রস্তুত হলে, যুগপৎ আন্দোলনের দল ও জোটের সঙ্গে আলোচনা করা হবে। এরপর স্থায়ী কমিটির বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে আমরা রিপোর্ট জমা দেব।’

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য এবং প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ বলেন, ‘আমরা জাতীয় ঐকমত্য কমিশনকে মতামত দেওয়ার জন্য সময় বাড়ানোর অনুরোধ করেছি। পূর্ণাঙ্গ মতামত আমরা প্রদান করব, তবে যেসব বিষয়ে একমত হবো, সেখানে টিক চিহ্ন দেবো।’

জাতীয় ঐকমত্য কমিশন গত ফেব্রুয়ারিতে গঠিত হয় এবং তাদের কাজ হচ্ছে দেশের বিভিন্ন প্রাতিষ্ঠানিক সংস্কার নিয়ে রাজনৈতিক দলের মতামত সংগ্রহ করা। এই কমিশন সংবিধান, জনপ্রশাসন, নির্বাচন ব্যবস্থা, বিচার বিভাগ, দুর্নীতি দমনসহ ছয়টি গুরুত্বপূর্ণ সংস্কার কমিশনের সুপারিশের ওপর রাজনৈতিক দলের মতামত নিতে কাজ করছে।

তবে, এই পর্যন্ত ৩৭টি দলের মধ্যে ৭টি দল তাদের মতামত জমা দিয়েছে এবং ১৬টি দল সময় চেয়েছে। কমিশন জানিয়েছে, তারা বাকি দলগুলোর সঙ্গে পুনরায় যোগাযোগ করবে এবং সকল দলের মতামত সংগ্রহ শেষে আলোচনা শুরু করবে।

এইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর