রোববার, ১৬ মার্চ, ২০২৫, ঢাকা

জামায়াত আমিরের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের বৈঠকে কী আলোচনা হলো

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১ মার্চ ২০২৫, ০৫:১৬ পিএম

শেয়ার করুন:

জামায়াত আমিরের সঙ্গে বৃটিশ হাইকমিশনারের বৈঠকে কী আলোচনা হলো

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক। 

মঙ্গলবার (১১ মার্চ) রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে এই বৈঠকটি হয়।


বিজ্ঞাপন


বৈঠকে কুশলবিনিময়ের পাশাপাশি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বাংলাদেশের সার্বিক পরিস্থিতি নিয়ে মতবিনিময় করেন তারা।

মতবিনিময়কালে তারা বাংলাদেশে বিরাজমান সার্বিক পরিস্থিতি, গণতন্ত্র প্রতিষ্ঠা, আগামী নির্বাচন, মানবাধিকার, বাংলাদেশের সংখ্যালঘুদের অবস্থা, রোহিঙ্গা সমস্যা নিয়ে আলোচনা করেন। একইসঙ্গে যুক্তরাজ্যের সঙ্গে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও উন্নত ও সুদৃঢ় করার ব্যাপারে আলোচনা করেন।

ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকের সঙ্গে ছিলেন ব্রিটিশ হাইকমিশনের পলিটিক্যাল কাউন্সিলর টিমোথি ডকেট।

এমই/এমআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর